Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-'পান হু'
  2010-03-30 20:54:08  cri

চীনে পান হু বাদ্যযন্ত্রের প্রচলন শুরু হয় ৩ শ' বছরেরও বেশি আগে । এ বাদ্যযন্ত্র কাঠ দিয়ে তৈরি করা হয় । যারা চীনের লোক সংগীত শুনতে পছন্দ করেন , তাদের কাছে পান হু বাদ্যযন্ত্র অপরিচিত নয় । ১৯৫৭ সালে চীনের প্রয়াত পান হু বাদ্যযন্ত্র বাদক লিউ মিং ইউয়ান বিভিন্ন দেশে পান হু বাদ্যযন্ত্র দিয়ে চীনের লোক সংগীত পরিবেশন করেছেন । একই বছর তিনি বিশ্ব তরুণ-তরুণী সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বর্ণপদক জয় করেন ।

এতক্ষণ আপনারা লিউ মিং ইউয়ানের পান হু বাদ্যযন্ত্রে বাজানো ' ফুল' নামের চীনের লোক সংগীত শুনলেন । সংগীতটি উত্তর চীনে ব্যাপকভাবে জনপ্রিয় । এতে নানা রকম ফুলের নাম সম্পর্কিক একটি জ্ঞান যাচাই প্রতিযোগিতার মাধ্যমে ফুলের প্রতি মানুষের প্রশংসা ও আবেগপূর্ণ অনুভূতি ব্যক্ত করা হয়েছে । পান হু বাদ্যযন্ত্রে বাজানো 'ফুল' নামের এ সংগীতে মানুষের আনন্দপূর্ণ কৌতূহল ফুটে ওঠেছে ।

পান হু বাদ্যযন্ত্র চীনের লোক সংগীত বাদক দলের মধ্যে অতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে । সংগীতানুষ্ঠান পরিবেশনের সময় এ বাদ্যযন্ত্র বাদক দলের অন্যান্য বাদ্যযন্ত্রের নেতৃত্ব দেয় । এ বাদ্যযন্ত্র সাধারণতঃ সংগীতের উচ্চস্বরের ক্ষেত্রে বিভাগের কাজ করে থাকে । এতে সংগীতের সুরকে আরো আবেগপূর্ণ ও উদ্বুদ্ধ করে তোলা হয় । এর পাশাপাশি পান হু বাদ্যযন্ত্রের মধুর সুর পরিবেশনের বৈশিষ্ট্যও রয়েছে । 'মধ্য রাত' নামের একটি লোক সংগীতে প্রেমিকের প্রতি এক মেয়ের চিন্তা-ভাবনা ও ভালবাসার কথা প্রকাশ পেয়েছে ।

কাঠামোর দিক থেকে এ হু নামের তারযুক্ত বাদ্যযন্ত্রের সাথে পান হু বাদ্যযন্ত্রের বেশি পার্থক্যও নেই ।

পান হু বাদ্যযন্ত্রের উদ্ভাবন ও প্রচলন হয় তিন শ' বছরেরও বেশি । প্রথমে উত্তর চীনে তার প্রচলন ছিল । উত্তর চীনের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক অপেরা পরিবেশনের জন্য পান হু বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো । চীনের নানা রকম আঞ্চলিক অপেরা পরিবেশনের ক্ষেত্রে এ বাদ্যযন্ত্র অদ্বিতীয় ভূমিকা পালন করতো । এর পাশাপাশি এ বাদ্যযন্ত্রের বিশেষ বৈশিষ্ট্যও রয়েছে ।

১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর পান হু বাদ্যযন্ত্র তৈরির প্রযুক্তিও অনেক উন্নত হয়েছে । সংখ্যা ও প্রকারের দিক থেকে পান হু বাদ্যযন্ত্র অনেক বিকাশও লাভ করেছে । বিভিন্ন আঞ্চলিক অপেরা পরিবেশনের জন্য বিভিন্ন ধরণের পান হু বাদ্যযন্ত্রের ব্যবহারও শুরু হয়েছে । শুধু চীনের লোক সংগীত নয় , কোনো কোনো বিদেশী সংগীত পরিবেশনের সময়ও পান হু'র ব্যবহার করা হচ্ছে ।(থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040