Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-এ হু
  2010-03-23 16:34:14  cri

আজ এ অনুষ্ঠানে চীনের এক ধরনের ঐতিহ্যবাহী তারযুক্ত বাদ্যযন্ত্র-এ হু সম্পর্কে আপনাদের কিছু বলবো ।

এতক্ষণ আপনারা এ হু নামের বাদ্যযন্ত্রে বাজানো 'সন্ধ্যা' নামক লোক সংগীতের সুর শুনলেন । ১৯৪৯ সালে নয়া চীন প্রতিষ্ঠিত হওয়ার পর চীনে এ হু বাদ্যযন্ত্রের তৈরি , সংস্কার ও বাজানোর কৌশল দ্রুত বিকশিত হয়েছে । আজ এ হু বাদ্যযন্ত্রকে চীনের জাতীয় বাদ্যযন্ত্রের 'রাজপুত্র' বলে অভিহিত করা হয় । এ হু বাদ্যযন্ত্রে যেমন এককভাবে , তেমনি তা নাচ গান এবং অপেরা পরিবেশনের পাশাপাশি বাজানোর দিক থেকেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা যায় । চীনের জাতীয় সংগীত বাদক দলের মধ্যে এ হু পাশ্চাত্যের বেহালার মতো কাজ করতে সক্ষম ।

চীনের আধুনিক যুগের সংগীতের ক্ষেত্রে লিউ থিয়ান হুয়া নামের এমন একজন বেহালা বাদক ছিলেন , যিনি এ হু বাদ্যযন্ত্রের সংস্কার সাধন করেছেন । গত শতাব্দির বিশের দশকে লিউ থিয়ান হুয়ার উদ্যোগে উচ্চাঙ্গ সংগীত শিক্ষা প্রতিষ্ঠানে এ হু বাদ্যযন্ত্র বিষয়ক প্রশিক্ষণ কোর্স চালু করা হতো । তিনি বেহালা ও পাশ্চাত্যের অন্যান্য বাদ্যযন্ত্রের বৈশিষ্ট্য অনুযায়ী এর হু বাদ্যযন্ত্রের ব্যাপারে ব্যাপক সংস্কার চালাতেন । ফলে এ হু বাদ্যযন্ত্রের পরিবেশন ও আকর্ষণের শক্তি ব্যাপকভাবে উন্নত হয়েছে । এখন বিভিন্ন সংগীতানুষ্ঠানে এ হু বাদ্যযন্ত্র খুব জনপ্রিয় হয়ে উঠেছে । আজকের এ হু বাদ্যযন্ত্রের ডিজাইন শিল্পী লিউ থিয়ান হুয়ার সংস্কারের ভিত্তিতে তৈরি হয়েছে । এ বিখ্যাত শিল্পী এ হু বাদ্যযন্ত্রে যে বিপুল সংখ্যক লোক সংগীত বাজিয়েছেন , তার বেশির ভাগ এখনো প্রচলিত রয়েছে । এতক্ষণ আপনারা 'সন্ধ্যা' নামক যে সংগীত শুনলেন , তা তাদের রচিত বহু লোক সংগীতের অন্যতম ।

এ হু বাদ্যযন্ত্র তৈরি সহজ , দাম কম এবং বাজাতে শেখানোর কাজও কঠিন নয় । চীনে এ হু বাদ্যযন্ত্র ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে । অধিকাংশ চীনারা অবসর সময় আমোদ প্রমোদের জন্য এ হু বাদ্যযন্ত্র বাজাতে পছন্দ করে থাকেন ।

এর পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের সংগীত মহলে এ হু বাদ্যযন্ত্র এবং এ বাদ্যযন্ত্রে বাজানো চীনের নানা রকম লোক সংগীতও বিপুল সংখ্যক বিদেশী দর্শকদের কৌতূহলকে আকর্ষণ করেছে । সংগীতানুষ্ঠান পরিবেশনের জন্য চীনের কেন্দ্রীয় সংখ্যালঘু জাতির সংগীত বাদক দল বিশ্বের বিভিন্ন অঞ্চলে গেছে । তাদের সংগীতানুষ্ঠান বিভিন্ন দেশের দর্শকদের প্রাণঢালা সংবর্ধনা পেয়েছে । জার্মানীর একজন দর্শক বলেছেন , চীনের এ হু বাদ্যযন্ত্রে বাজানো সংগীত শুনে তিনি প্রকৃতির সৌন্দর্য এবং মানুষ ও প্রকৃতির মধ্যকার সম্প্রীতি অনুভব করেছেন ।

চীনের এ হু বাদ্যযন্ত্রে বিভিন্ন দেশের প্রসিদ্ধ সংগীতও বাজানো যায় । এ বাদ্যযন্ত্রে ' শীত্কাল' নামক ইতালির যে একটি সংগীত বাজানো হয়েছে , তাতে দর্শকরা শীতকালে ঘরে বসে মানুষের আরামদায়ক অনুভূতি অনুভব করেছেন । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040