Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-ঢোলক
  2010-03-02 17:01:40  cri

ঢোলক চীনের অন্যতম ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র । এ বাদ্যযন্ত্র তৈরির জন্য কাঠের খোলের দুই দিকে চামড়া এটে দেয়া হয় ।

চীনের বাদ্যযন্ত্রের ইতিহাসে ঢোল ৩ হাজার বছরের পুরানো । প্রাচীনকালে ঢোল বাদ্যযন্ত্র যেমন ধর্মীয় অনুষ্ঠানের উপাসনা ও নৃত্যশিল্প , তেমনি বন্য প্রাণী তাড়িয়ে দেয়া , সময় ঘোষণা এবং পূর্বসতর্কতাজ্ঞাপনের ক্ষেত্রেও ব্যবহার করা হতো । সমাজের বিকাশের পাশাপাশি ঢোল ব্যবহারের দিকটি আরো জনপ্রিয় হয়ে উঠেছে । ফলে বিভিন্ন ধরনের অপেরা , সংগীত ও নৃত্য পরিবেশন , উত্সব উদযাপনী অনুষ্ঠান এবং শ্রমের প্রতিযোগিতাসহ বিভিন্ন তত্পরতায়ও এ বাদ্যযন্ত্র ব্যবহার করা হতো ।

ঢোলের কাঠামো সহজ । তা কাঠের খোল ও চামড়া-এ দুই ভাগে বিভক্ত করা হয় । চামড়া থেকে শব্দ তৈরি করা হয় । যেহেতু কাঠের খোলের দুই দিকে প্রাণীর চামড়া দেয়া হয় । চীনে ঢোল নানা রকমের । এ অনুষ্ঠানে চীনের কয়েকটি জনপ্রিয় ঢোল সম্পর্কে আপনাদের কিছু্ বলবো ।

এতক্ষণ আপনারা যে সংগীতের সুর শুনেছেন , তা তুং কু ঢোল দিয়ে বাজানো হয় । তুং কু ঢোল এক ধরনের বিরাট বাদ্যযন্ত্র । ঢোলের আকার বালতির মতো । মাঝখানের দিক একটু মোটা । কাঠের খোলের দুই দিকে গরুর চামড়া এটে দেয়া হয়েছে । কাঠের খোলের দুই দিকে চামড়ার ব্যাস ৫০ সেন্টিমিটার । সংগীতের সুর বাজানোর সুবিধার জন্য তুং কু ঢোল একটি কাঠের কাঠামোর ওপরে রাখা হয় । সংগীত বাজানোর সময় বাদক দুই হাতুড়ী ব্যবহার করেন । তুং কু ঢোল বাজানোর কৌশল বৈচিত্র্যপূর্ণ । বাদক বেশ কয়েকটি পদ্ধতি ব্যবহার করে নানা রকম সংগীতের সুর বাজাতে পারেন ।

এখন হুয়া ফেন ঢোল অর্থাত্ ফুলদানি ঢোল সম্পর্কে আপনাদের কিছু জানাবো । এ ধরনের ঢোল তৈরির জন্য কাঠের দু' দিকে চামড়া ব্যাস চওড়া । তার আকার ফুলদানির মতো । সংগীতের সুর বাজানোর সুবিধার জন্য এ ধরনের ঢোলও একটি বিশেষ কাঠের কাঠামোর ওপরে রাখা হয় । এ ঢোল দিয়ে বাজানো সংগীতের সুর একটু বিনিড় ও গম্ভীর । বিশতম শতাব্দির পঞ্চাশের দশকে চীনের বাদ্যযন্দ্র প্রস্তুতকারীরা পাশ্চাত্য ঢোলের বৈশিষ্ট্য অনুসারে ঐতিহ্যবাহী হুয়া ফেন ঢোলের ক্ষেত্রে বেশ সংস্কার চালান । ফলে জাতীয় সংগীত বাদক দলের মধ্যে হুয়া ফেন ঢোল একটি অপরিহির্য বাদ্যযন্ত্রে পরিণত হয়েছে ।

হাত ঢোল উত্তর পশ্চিম চীনের সিনচিয়াংয়ে খুব জনপ্রিয় এক ধরনের বাদ্যযন্ত্র । হাত ঢোল মানে হাতে ঢোল বাজানো হয় । এ বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের সুর উত্সাহব্যঞ্জক এবং পরিবেশ প্রাণঢালা । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040