Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-স্যুন
  2010-02-23 19:35:17  cri

স্যুন চীনের অন্যমত ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র । এ বাদ্যযন্ত্র দিয়ে চীনের প্রাচীনকালের নানা রকম লোক সংগীতের সুর বাজানো যায় ।

এতক্ষণ শুনলেন স্যুন বাদ্যযন্ত্র দিয়ে বাজানো ' শুভ রাত' নামের একটি সংগীতের সুর । সুন্দর সংগীতের সুরে রাতের সৌন্দর্যময় পরিবেশ ফুটে ওঠেছে । মধুর সুর শুনতে মানুষের মন খুব ভালো লাগে ।

স্যুন চীনের অন্যতম প্রাচীনতম জাতীয় বৈশিষ্ট্যপূর্ণ বাদ্যযন্ত্র । তা ৭ হাজার বছরের পুরানো । প্রথমে এ বাদ্যযন্ত্র পাথর ও প্রাণীর হাড় দিয়ে তৈরি করা হতো । তার পর এ বাদ্যযন্ত্র তৈরি করার জন্য এ সব উপকরণের পরিবর্তে চীনা মাটি ব্যবহার করা হতো । স্যুন নামের বাদ্যযন্ত্রের আকার ও ডিজাইন গোলাকার , বল , মাছ ও নাশপাতিসহ বিভিন্ন জিনিসের মতো নানা রকমের । এর মধ্যে নাশপাতির মতো আকার স্যুন বাদ্যযন্ত্র সবচেয়ে জনপ্রিয় ছিল । স্যুন বাদ্যযন্ত্রের উপর দিকে একটি ছিদ্র তৈরি করা হতো । এর পর এ বাদ্যযন্ত্রে বেশ কয়েকটি ছিদ্র তৈরি করা হতো । খ্রীষ্টপূর্ব তৃতীয় শতকের শেষ নাগাদ ৬টি ছিদ্রযুক্ত স্যুন বাদ্যযন্ত্র দেখা যেতো । এ ধরনের বাদ্যযন্ত্র দেখতে সরল , তা দিয়ে বাজানো সংগীতের সুর শুনতে নরম , মধুর । স্যুন বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের সুরে প্রাচীনকালের প্রতি মানুষের স্মৃতি নিবেদন এবং বর্তমানের প্রতি প্রশংসার অনুভূতি ব্যক্ত করা হয় । এতে ভবিষ্যতের প্রতি মানুষের শুভ কামনাও প্রকাশ পেয়েছে ।

স্যুন বাদ্যযন্ত্র প্রথমে চীনের জনসাধারণের মধ্যে প্রচলিত ছিল । এর পর তা ধীরে ধীরে চীনের রাজবংশের অনুষ্ঠানেও জনপ্রিয় হয়ে উঠে । জানা গেছে , প্রাচীনকালে স্যুন বাদ্যযন্ত্র প্রধানতঃ মধ্য চীনের অঞ্চলগুলোতে প্রচলিত ছিল । পরে ইতিহাসের কারণে তার প্রচলন বন্ধ হয়ে যায় । গত শতাব্দির তিরিশের দশকে শান'সি , সানসি , হোনান ও হুপেই প্রদেশে মাটির নীচ থেকে প্রাচীনকালের স্যুন বাদ্যযন্ত্র আবিষ্কার করা হয় । তখন থেকেই চীনের সংগীত ইনস্টিটিউটের অধ্যাপক ছাও ছেং চীনা মাটি দিয়ে প্রাচীনকালের স্যুন বাদ্যযন্ত্র তৈরি শুরু করতেন । দীর্ঘকালের অনুশীলনে তার বেশি অভিজ্ঞতা সংগ্রহ করা হয় । এর পর থিয়ান চিন সংগীত ইনস্টিটিউটের অধ্যাপক ছেন চুং ৬ ছিদ্রযুক্ত স্যুনের ভিত্তিতে ৯ ছিদ্রযুক্ত নতুন স্যুন বাদ্যযন্ত্র তৈরি করেছেন ।

ঐতিহ্যবাহী স্যুনের আকার ও সংগীতের সুরের ভিত্তিতে সংগীতের স্বর ও সংগীতের সুর প্রচারের দূরত্বও অনেক উন্নত হয়েছে । ফলে স্যুন বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের সুরের অনেক পরিবর্তন হয়েছে । তার বৈশিষ্ট্য আরো বৈচিত্র্যপূর্ণ হয়ে উঠেছে । ৯টি ছিদ্রযুক্ত স্যুন বাদ্যযন্ত্র মানুষের আধুনিক সংগীত বাজানোর জন্য আরো উপযোগী হয়েছে । তা একক এবং বেশ কিছু বাদ্যযন্ত্রের সঙ্গে সংগীত বাজানোর জন্য আরো নতুন ধারার সৃষ্টি করেছে। (থান )

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040