Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-প্রাচীন বেহালা
  2010-01-26 20:58:05  cri

আজ চীনের প্রাচীনকালের এক ধরনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-কুও ছিং অর্থাত্ প্রাচীন বেহালা সম্পর্কে আপনাদের কিছু বলবো ।

এতক্ষণ আপনারা যে যন্ত্র সংগীত শুনেছেন , তা একজন জেলের জীবনযাপন বিষয়ক একটি সংগীতের সুর । সংগীতে জেলের উচ্চকন্ঠে গান গাওয়া এবং অতিরিক্ত মদ খাওয়ায় তার নেশা ও উদারতার বিষয় বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে ।

চীনের ইতিহাসে প্রাচীনকালের বুদ্ধিজীবিরা প্রাচীন বেহালা বাজাতে ও এ ধরনের বাদ্যযন্ত্রের বাজানো সংগীতের সুর শুনতে খুব পছন্দ করতেন । তারা প্রাচীন বেহালা সংগীতের রচনা , বাদন, উপভোগ ও প্রচারের ব্যাপারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন । জানা গেছে , চীনের প্রাচীনকালের প্রসিদ্ধ চিন্তানায়ক ও শিক্ষাবিদ কনফুশিয়াস যেমন প্রাচীন বেহালার সংগীত রচনা তেমনি এ সংগীত বাজানোর ব্যাপারেও বিশেষ পারদর্শী ছিলেন । প্রাচীন বেহালা বাজানোর ক্ষেত্রে তার নৈপুণ্য ছিল নিপুন । তিনি প্রাচীন বেহালায় অনেক শ্রেষ্ঠ সংগীতের সুর তৈরি করেছেন । দুঃখের বিষয় , তার এ সব সংগীতের সুর সম্পূর্ণভাবে হারিয়ে গেছে । তবুও চীনে যে ৭শ'রও বেশি প্রাচীন বেহালা সংগীত প্রচলিত রয়েছে , তার বেশির ভাগই চীনের যুগ যুগ ধরে সাহিত্যিক ও শিল্পীরা তৈরি করেছেন । প্রাচীনকালের মানুষ প্রাচীন বেহালা চর্চার মাধ্যমে তাদের সাহিত্যিক ও নৈতিক গুণগত মান উন্নত করেছেন । তাদের পবিত্র চিন্তাধারা ও মনোবল এখনো এ সব উত্তম প্রাচীন বেহালার সংগীতে পরিলক্ষিত হচ্ছে ।

এতক্ষণ আপনারা যে সুর শুনেছেন , তা চীনের প্রাচীনকালের আরেকটি বিখ্যাত প্রাচীন বেহালার সংগীত । এ সংগীতের লেখক চি খাং দ্বিতীয় শতক খ্রীষ্টাব্দে ওয়েই রাজবংশের আমলের শেষ দিকের লোক ছিলেন । তিনি জ্ঞানী ছিলেন এবং নিপুণভাবে প্রাচীন বেহালা দিয়ে সংগীতের সুর বাজাতে পারতেন । ৪০ বছর বয়সে শাসনকর্তার অসন্তোষের কারণে তাকে মৃত্যুদন্ড দেয়া হয় । মৃত্যুদন্ড কার্যকর হওয়ার আগে তিনি কোনভাবে চিন্তিত হন নি এবং আবেগের সঙ্গে প্রাচীন বেহালা দিয়েই একটি সংগীত বাজান । এতে শাসনকর্তার ওপর তার বিরোধীতার মনোভাব ফুটে ওঠে ।

প্রাচীন বেহালা তৈরি একটি খুব সূক্ষ্ম ও জটিল প্রকৌশল কাজ । সপ্তম শতক থেকে ত্রয়োদশ শতক খ্রীষ্টাব্দ অর্থাত্ চীনের থাং থেকে সুং রাজবংশের আমলে সেকালের প্রাচীন বেহালা তৈরির কৌশল অনেক উন্নত হয়। চীনের যুগ যুগ ধরে যে সব প্রাচীন বেহালা প্রচলিত রয়েছে , তার বেশির ভাগই বাদকরা তৈরি করেছেন । গত কয়েক দশকে চীনে প্রাচীন বেহালা নিয়ে গবেষণা ও তৈরি বিষয়ক ব্যবস্থা পুনরায় চালু হয়েছে এবং এর ভিত্তিতে প্রাচীন বেহালা তৈরির ব্যাপারে আরো সংস্কার করা হয়েছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040