Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-পাই ও মিয়াও বাঁশি
  2010-01-12 20:40:15  cri

পাই ও মিয়াও বাঁশি চীনের সংখ্যালঘু জাতির দু' ধরনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র ।

পাই নামক বাদ্যযন্ত্র চীনের লি জাতির প্রাচীনকালের এক ধরনের খুব জনপ্রিয় বাদ্যযন্ত্র । তা দক্ষিণ চীনের হাইনান প্রদেশে বেশি প্রচলিত । লি জাতির মানুষ অধ্যুষিত অঞ্চলে যখন বিয়ে ও আত্মীয় স্বজনের শোক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং নববর্ষ ও অন্যান্য উত্সব উদযাপন করা হয় , তখন পাই বাদ্যযন্ত্র খুব বেশি ব্যবহার করা হয় । প্রাচীনকালে লি জাতির মানুষ হান জাতির সুনা বাদ্যযন্ত্রের ডিজাইন নকল করে পাই বাদ্যযন্ত্র তৈরি করতো । সেকালে পাই বাদ্যযন্ত্রের বাইরের ও মুখের অংশটা কাঠ দিয়ে তৈরি করা হতো । হাইনান দ্বীপ দক্ষিণ চীনে অবস্থিত । সেখানের বিস্তীর্ণ অঞ্চলে বাঁশ চাষ করা হয় । সুতরাং পাই বাদ্যযন্ত্র তৈরির জন্য লি জাতির মানুষ কাঠের পরিবর্তে বাঁশ ব্যবহার করতো । পাই বাদ্যযন্ত্র ২৫ সেন্টিমিটার দীর্ঘ ৬ থেকে ৭টি বাঁশের পাইপ দিয়ে তৈরি করা হয় । বাইরে থেকে দেখতে পাই বাদ্যযন্ত্র একটি ছোট প্যাগোডার মতো ডিজাইনের । আকার এবং সংগীত বাজানোর ক্ষেত্রে পাই ও সুনার মিল রয়েছে । পার্থক্য হচ্ছে সুনা বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের সুর চড়া এবং একটু ধাতুর স্বরের বৈশিষ্ট্যসম্পন্ন । তবুও পাই বাদ্যযন্ত্র দিয়ে বাজালে সংগীতের সুর একটু স্পষ্ট ও নরম বোধ হয় । এ ধরনের সংগীতের সুর অনেক দূর থেকেও শোনা যায় ।

মিয়াও বাঁশি চীনের অন্য একটি সংখ্যালঘু জাতির জনপ্রিয় বাদ্যযন্ত্র । মিয়াও বাঁশি প্রধানতঃ দক্ষিণ পশ্চিম চীনের কুইচৌ প্রদেশ ও কুয়াং শি চুয়াং স্বায়ত্তশাসিত অঞ্চলে প্রচলিত রয়েছে । এ ধরনের বাদ্যযন্ত্র বাঁশের পাইপ দিয়ে তৈরি করা হয় । বাদ্যযন্ত্রটি ৪০ সেন্টিমিটার দীর্ঘ । পাইপের ব্যাস০.৭ থেকে ১ সেন্টিমিটার । মিয়াও বাঁশির মাথায় একটি ব্রোঞ্জ রীড এবং বাদ্যযন্ত্রের বাইরে ৪টি ছিদ্র তৈরি করা হয় ।

মিয়াও বাঁশি দিয়ে বাজানো সংগীতের সুর মধুর ও সুন্দর । তা থেকে সাধারনতঃ সংগীতের ৫ ধরনের সুর বাজানো যায় । সংগীতের সুর বাজানোর ব্যাপারে মিয়াও বাঁশির অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে । মিয়াও বাঁশি প্রধানতঃ একক সংগীত বাজানো এবং দলগত গানের সাথে বাজানোর ব্যাপারে ব্যবহার করা হয় । এর মধ্যে কিছু কিছু সংগীতের সুর শুনতে প্রজাপতি উড়ার মতো এবং অন্য কিছু সংগীতের সুর ঝর্নার মতো । এ সব সংগীতের সুরে মিয়াও জাতির সংগীতের রীতি-নীতি ফুটে উঠেছে । মিয়াও বাঁশি মানুষের শ্বাসের সাহায্যে সংগীতের সুর সৃষ্টি করে । মিয়াও জাতির মানুষ মিয়াও বাঁশি দিয়ে বাজানো সংগীতের সুরকে 'বাঁশির গান' বলে অভিহিত করে থাকেন । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040