Web bengali.cri.cn   
চীনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র-সুনা ও ছিপা
  2010-01-05 17:03:47  cri

সুনা ও ছিপা চীনের দু'টি ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র । এ ধরনের বাদ্যযন্ত্র কাঠ দিয়ে তৈরি করা হয়। বর্তমানে এ দু'টি বাদ্যযন্ত্র আনুষ্ঠানিক সাংস্কৃতিক অনুষ্ঠানে বেশি ব্যবহার করা হয় না । তবুও তা জনসাধারণের মধ্যে এখনো জনপ্রিয় ।

কাঠ দিয়ে তৈরি সুনা চীনের সংখ্যালঘু উইগুর জাতির মানুষের মধ্যে খুব প্রচলিত রয়েছে । উইগুর জাতির মানুষ তাকে 'সানাই' বলে । আসলে প্রাচীনকালে সুনার উত্সস্থল ছিল পারস্য ও আরব অঞ্চল ।

সুনা শক্ত কাঠ দিয়ে তৈরি করা হয় । এ বাদ্যযন্ত্রের গড়ন দেখতে একটু মোটা । এ বাদ্যযন্ত্র ৪০ সেন্টিমিটার লম্বা । বাদ্যযন্ত্রের উপরে নানা রকম ফুল গাছ ও নক্সা খোদাই করা হয় । তা দেখতে খুব সুন্দর । সুনা বাদ্যযন্ত্র দিয়ে যে সংগীতের সুর বাজানো হয় , তা শুনতে মধুর , নরম এবং একটু নাকের শব্দ অনুভূত হয় ।

সংগীত বাজানোর ক্ষেত্রে হান জাতির ব্যবহার্য সুনার সঙ্গে উইগুর জাতির সুনা বাদ্যযন্ত্রের মিল রয়েছে । তা একক , দলগত এবং নৃত্যের পাশাপাশি সংগীতের সুর বাজানোর ক্ষেত্রে উপযোগী । জনসাধারণের ঐতিহ্যবাহী উত্সব ও উদযাপনী অনুষ্ঠানে সুনা বাদ্যযন্ত্র বেশি ব্যবহার করা হয় । কাঠের সুনা বাদ্যযন্ত্র দিয়ে সিনচিয়াংয়ের লোক সংগীতের সুর বাজানো শুনতে খুব জাঁকজমকপূর্ণ এবং উত্সাহব্যঞ্জক ।

ছিপা চীনের প্রাচীনকালের এক ধরনের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র । তার বয়স ১ হাজার ৮ শ' বছরেরও বেশি । প্রথমে এ ধরনের বাদ্যযন্ত্র শুধু জনসাধারণের মধ্যে প্রচলিত ছিল । ১ হাজার ৩ শ' বছরেরও বেশি আগে অর্থাত্ সুই রাজবংশের আমলে তা রাজবংশের জীবনযাপনের এক ধরনের প্রধান বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহার শুরু হয় । কিন্তু ধীরে ধীরে ছিপা বাদ্যযন্ত্রের মর্যাদা ও ভূমিকার পরিবর্তে সিয়াও বাদ্যযন্ত্র ও বাঁশি বেশি ব্যবহার করা হতো । এখন চীনের বেশির ভাগ অঞ্চলে ছিপা বাদ্যযন্ত্র কম দেখা যায় । এ ধরনের বাদ্যযন্ত্র এখনো শুধু দক্ষিণ পূর্ব চীনের ফুচিয়ান ও তাইওয়ানে প্রচলিত রয়েছে । এখন পর্যন্ত চীনের ফু চিয়ান প্রদেশের স্থানীয় অপেরা পরিবেশনের সময় তা ব্যবহার করা হচ্ছে ।

ছিপা বাদ্যযন্ত্রের আকার সিয়াও বাদ্যযন্ত্রের খুব কাছাকাছি । সিয়াও বাদ্যযন্ত্র ছিপার চেয়ে একটু লম্বা । ছিপা বাদ্যযন্ত্র ৬০ সেন্টিমিটার লম্বা , অর্থাত্ তা চীনের দৈর্ঘ্য পরিমাপের পদ্ধতি অনুযায়ী ১ ছি ৮ ছুনের সমান । ছিপা বাদ্যযন্ত্রের সুর ও বাজানোর পদ্ধতিও সিয়াও বাদ্যযন্ত্রের খুব কাছাকাছি । ছিপা বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের সুর শুনতে মধুর ও গম্ভীর বোধ হয় ।

বর্তমানে চীনে ছিপা বাদ্যযন্ত্র বেশি ব্যবহার করা হচ্ছে না । জাপানে তার খুব জনপ্রিয়তা রয়েছে । জাপানের লোক সংগীত বাজানোর সময় ছিপা বাদ্যযন্ত্র খুবই প্রয়োজনীয় । (থান )

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040