Web bengali.cri.cn   
চীনের প্রাচীনকালের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র- শি বি লি
  2009-12-28 21:06:00  cri

চীনের বহু সংখ্যালঘু জাতির অন্যতম কোরিয় জাতির মধ্যে শি বি লি নামক এক ধরনের বাদ্যযন্ত্র ব্যাপকভাবে প্রচলিত রয়েছে ।

এতক্ষণ আপনারা যা শুনেছেন , তা শি বি লি বাদ্যযন্ত্র দিয়ে বাজানো একটি লোক সংগীতের সুর । এ ধরনের বাদ্যযন্ত্র দিয়ে বাজানো সংগীতের সুর ও বৈশিষ্ট্য খুবই অসাধারণ । এ সংগীতের সুর উচ্চস্বর বাজানো যায় এবং এতে কোরিয় জাতির নিজস্ব বৈশিষ্ট্য নিখুঁতভাবে ফুটে ওঠে ।

চীনের কোরিয় জাতির মানুষ প্রধানতঃ উত্তর পূর্ব চীনের চি লিন , লিয়াও নিং ও হেই লুং চিয়াং প্রদেশে বসবাস করে । এ পর্যন্ত প্রচলিত কোরিয় জাতির লোক সংগীত বৈচিত্র্যময়তায় ভরা । শি বি লি হচ্ছে কোরিয় জাতির মানুষের অতি জনপ্রিয় এক ধরনের বিশেষ বাদ্যযন্ত্র । এ বাদ্যযন্ত্র চীনের চি লিন প্রদেশের ইয়ান বিয়ান কোরিয় জাতি স্বায়ত্তশাসিত বিভাগে ও এ জাতি অধ্যুষিত অন্যান্য অঞ্চলে ব্যবহার করা হচ্ছে । শি বি লি বাদ্যযন্ত্রের ইতিহাস সুদীর্ঘদিনের । চীনের সংগীতের ইতিহাস বিষয়ক বিশেষজ্ঞরা আবিষ্কার করেন যে , ষষ্ঠ শতক থেকে সপ্তম শতক পর্যন্ত চীনের সুই ও থাং রাজবংশের আমলে কোরিয় জাতির বাদকরা প্রাচীনকালের সংগীতের সাথে শি বি লি বাদ্যযন্ত্র বাজাতেন ।

শি বি লি বাদ্যযন্ত্র সাধারনতঃ শিস্ ও নল-খাগড়া দিয়ে তৈরি করা হয় । কিছু কিছু শি বি লি বাদ্যযন্ত্র চিকন লম্বায় ২০ থেকে ২৫ সেন্টিমিটার । ব্যাস ১ সেন্টিমিটার । বাদ্যযন্ত্রের উপর ৭টি ছিদ্র তৈরি করা হয়। বাদ্যযন্ত্রের পেছনে উচ্চস্বর বাজানোর জন্য বিশেষ একটি ছিদ্র রয়েছে । শি বি লি বাদ্যযন্ত্র অন্যান্য বাদ্যযন্ত্রের মতই বাজানো হয় । বাজানোর সময় বাদক বাদ্যযন্ত্রটি খাড়া করে ধরে মুখে শিস দেন এবং বাম হাতে উচ্চস্বরের ছিদ্র ও সামনের উপরের তিনটি ছিদ্র চাপ দেন এবং ডান হাতে সামনের নীচের অন্য ৪টি ছিদ্র টিপে বাজান ।

শি বি লি দিয়ে উচ্চস্বর ও মাঝারি স্বর বাজানো যায় । আগে ঐতিহ্যবাহী শি বি লি বাদ্যযন্ত্র দিয়ে মাত্র একটি স্বর বাজানো যেতো । বাদ্যযন্ত্র প্রস্তুতকারীদের সংস্কারের মাধ্যমে এ ধরনের বাদ্যযন্ত্র দিয়ে এখন আরো উচ্চস্বর বাজানো যায় । এ ধরনের বাদ্যযন্ত্রের মাধ্যমে স্বর পরিবর্তনের কাজও করা যায় । মধ্যবর্তী স্বরের শি বি লি দিয়ে বাজানো সংগীতের স্বর উচ্চস্বরের শি বি লি'র চেয়ে একটু কম । এ ছাড়াও সংস্কার চালানোর মাধ্যমে দু'টি শি বি লি বাদ্যযন্ত্র যুক্ত করে সংগীতের সুর বাজালে তা আরো মধুর হয়ে ওঠে । এতে সংগীতের সুর আরো সাবলীল ও বৈচিত্র্যময় হয়ে উঠবে । সংগীতের সুর আরো মধুর ও আরো দূরকে কাছে টেনে আনবে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040