Web bengali.cri.cn   
পাহাড়ে ফুটেছে লাল লাল ফুল
  2009-10-04 22:06:32  cri

সারা চীনের এই জনপ্রিয় লোক সংগীত শিল্পী কুও লান ইংয়ের জন্ম শান শি প্রদেশেই ।

পেশাগত ক্ষেত্রে অপেরায় অভিনয়ের পাশা পাশি তিনি সংগীতের ওপর ব্যাপক প্রশিক্ষণ নিয়েছেন । তাই তার মোহন কন্ঠে গাওয়া 'পাহাড়ে ফুটেছে লাল লাল ফুল' গানটির একনিষ্ঠ আকর্ষণের মধ্য দিয়েই আমরা বুঝতে পারি যে, দক্ষিণ পশ্চিম শান শি প্রদেশের মানুষেরা লাল ফৌজকে কতইনা ভালো বাসে ।

উত্তর শানশি প্রদেশ উত্তর পশ্চিম চীনে অবস্হিত । এখানে রয়েছে সীমান্ত ছোঁয়া বিস্তির্ণ মালভূমি । পাহাড়ের ঢালে দাড়িয়ে কথা বলা আর দূরের অগণিত জনতা ও মাতৃভূমির জন্যে তারা মনের আনন্দে গেয়ে ওঠে পাওয়া না পাওয়ার অপার আনন্দ বেদনায় ।এ লোক সংগীতের ভেতর দিয়েই ফুটে উঠেছে দেশ, মানুষ, প্রকৃতি ও সর্বোপরি চেয়ারম্যান মাও-এর প্রতি অকৃত্তিম শ্রদ্ধাবোধ ।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040