Web bengali.cri.cn   
মুখোমুখি
  2012-02-22 15:07:18  cri
প্রিয় বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং সংগে রয়েছি আমি আবাম ছালাউদ্দিন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।

প্রিয় বন্ধুরা, গত সপ্তাহে আপনাদের জীবনে কোন নতুন খবর আছে? যদি আপনারা কোন মজা খবর আছে, তাহলে অবশ্যয়ই আমাদেরকে চিঠি বা ইমেইল, সবচেয়ে ভাল উপায় হচ্ছে আমাদেরকে ফোন করবেন। বিশেষ করে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন দিবস। কিভাবে আপনারা এ দিবস কেটেছেন। কোন সাহসী লোক এদিনে নিজের ভালবাসাকে স্বীকারোক্তি করেছেন? আশা করি আপনারা সবাই সুখি হন।

আজকেল অনুষ্ঠানে হয়তো আমাদের একজন নতুন বন্ধু, আমি বিশ্বাস করি যে আমি প্রথম বারের মত আপনার চিঠি পড়ি।

ওয়াশিংটন থেকে অধ্যাপক V. Balasubramanian লিখেছেন, আমি আপনার অনুষ্ঠানের একজন আন্তরি শ্রোতা। যখন John F. Kennedy গুপ্তহত্যা করা হয়েছে আমি রেডিও-র কাছে বসেছিলাম খবর শুনেছি। আমি এত ধন্যবাদপূর্ণ যে আমি এ রেডিও জানি। গত ৩০ বছরে আমি অনুষ্ঠানের রেকর্ডিং সংগ্রহ করছি। যখন আমার কাজ আছে এবং আমার মা অস্বাস্থ্যকর আমি অনুষ্ঠান রেকর্ড করেছি। রেডিও-র মাধ্যমে আমার নতুন বন্ধু আছে। আমি খুব খুশি।

বাংলাদেশের পাবনা জেলার সিআরআই ফ্যান ক্লাবের প্রেসিডেন্ট এম.এম.আবদুল্লাহ রানা লিখেছেন, প্রীতিভাজনেষু, ১৩ ফেব্রুয়ারি হচ্ছে "World Radio Day"। এ উপলক্ষে CRI বাংলা

বিভাগের সবাইকে শুভেচ্ছা ও ভালবাসা জানাচ্ছি। আপনাদেরই বিশ্বস্ত বন্ধু।

বাংলাদেশের ঝিনাইদহ জেলার ডি. এক্স রেডিও ফ্যান ক্লাবের সাখাওয়াত হোসেন বিদ্যুত্ লিখেছেন,

বরাবর সি আর আই বাংলা বিভাগ, জনাব, আমার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানবেন। আমার দৃঢ় বিশ্বাস আপনারা সবাই ভাল আছেন। আর আমিও ভাল আছি। আমি লক্ষ করছি আপনারা চাইনা ভাষা শ্রোতাদের শেখানোর জোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। কিন্তু আপনারা কি একবারও জরিপ করে দেখেছেন শ্রোতারা এই ভাষা শিখতি পারছে কিনা? আমার মনে হয় এটা একবার পরখ করে দেখা উচিত্ আপনাদের। রেডিও নিয়মিত শুনছি এবং নিয়মিত লিখারত্ত চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমার গ্রাম থেকে পরিষ্কার অনুষ্ঠান শোনা যাচ্ছে। তবে অনুষ্ঠানের মান আরও একটু উন্নত করা প্রয়োজন। চাইনা রেডিও বাংলা বিভাগ আজ অনেক উন্নত। আমার বিশ্বাস সি আর আই শুধু আমা নয়, বিশ্বের সকলের প্রিয় অনুষ্ঠানে পরিণত হবে। এ বছর একটি রচনা প্রতিযোগিতা আয়োজন করার জোর দাবি জানাচ্ছি।

এবার একটু বিশ্রাম নেয়া যাক। আর সেই অবসরে শোনা যাক একটি গান। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা শুনবো শিল্পী ফেরদৌস আরার কন্ঠে "আমায় নহে গো" গানটি।

বাংলাদেশের রাজশাহী জেলার ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট মোঃ জাহাঙ্গীর আলম লিখেছেন,

পত্রের শুরুতে সি আর আই-র বাংলা অনুষ্ঠানের সকল শ্রোতা ও কাল-কৌশলীদের জানাই। আমার এবং আমার ক্লাবের পক্ষ থেকে একগুচ্ছ লাল গোলাপ ফুলের শুভেচ্ছা। আমি তোমাদের একজন পরাতন শ্রোতা। আমি ২০০৫ সাল থেকে নিয়মিতভাবে শুনে আসছি। তোমাদের বন্ধুনিষ্ঠ বাংলা অনুষ্ঠান আমার এবং আমার ক্লাবের সকল সদস্য মিলে শুনে থাকি। আমার ক্লাবের সদস্য সংখ্যা ২৫জন। তারা সকলকে নিয়মিতভাবে সি আর আই-র বাংলা অনুষ্ঠান শুনে। মোতাদের অনুষ্ঠানগুলোর মধ্যে আমি চলুন বেড়িয়ে আসি, অর্থনীতির অগ্রযাত্রা, রকমারী, দক্ষিণ এশিয়ার খবর ইত্যাদি পছন্দ করি।

বাংলদেশের রাজশাহী মোঃ রবিউল ইসলাম ফরিদ লিখেছেন,

প্রিয় চীনা রেডিও, প্রথমে আমার প্রানঢালা শুভেচ্ছা রইল। আমি আপনাদের নতুন দর্শক বা বন্ধু বললে ভুল হবে। কেননা আমি অনেক আগে থেকেই আমার বড় ভাই মুঃ তারেকুল ইসলাম এর কাছে আপনাদের সম্পর্কে অনেক কিছু জানতে পারি। আর আমার মনে আপনারা গেঁথে আছেন। আপনাদের আমিও ধন্যবাদ জানাচ্ছি। বড় ভাইয়ের কাছে আপনাদের প্রেরিত কার্ড, পুবের জানালা সেগুলো পাঠিয়েছিলাম সবগুলোই আমি পড়ে এবং দেখে মুগদ্ধ হই। যেমন কুয়াং চৌর বাণিজ্য ও দশ্য ব্যক্তি বিনিময় মেলা, তুং গুয়ান শহরের দৃশ্য, শাংহাই বিশ্ব মেলা, মাকাও ভবন ইত্যাদি দেখে আপনাদের আরো ভাল করে দেখার ও জানার আগ্রহ বেড়ে গেছে। আরো কিছু দেখার আশাই রাইলাম।

বাংলাদেশের ফরিদপুর জেলার নন্দন বেতার শ্রোতা সংঘের সভাপতি মোঃ আফজাল আলী খান লিখেছেন, প্রিয় বন্ধরা, অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা নিন। চীন আন্তর্জাতিক বেতার আমার প্রিয় বেতার। আমার স্বচ্ছ বিনোদনের অপরিহার্য সংগী। সি আর আই থেকে সংবাদ, প্রতিবেদন, সাক্ষাত্কার এবং ফিচার অনুষ্ঠান যেমন, চলুন বেড়িয়ে আসি, সংস্কৃতি সম্ভার, মুখমুখি, চীনা ভাষা শেখা, রান্নাবান্না ইত্যাদি আমার প্রিয় অনুষ্ঠান। আর সি আর আই বাংলা বিভাগের প্রকাশনা পূবের জানালা আকর্ষনীয় ও মুখপাঠ্য ম্যাগাজিন।

পি পি এস-এর কথা

আহসান লিখেছেন, নষ্ট হচ্ছে বিশ্বের এক-তৃতীয়াংশ খাদ্য...অভাবীদের খুজে বের করার সময় কি আছে ?কারন গরীবদেরকে নিয়েতো পুজিবাদীদের ব্যবসা।

Md.Zikrul Alam Mondal লিখেছেন, আমি চীনা ভাষা আগ্রহী করছি। জাই জিয়ন।

Md Amir Hossain Sahaheen লিখেছেন, নতুন বছরে আমি আরো উন্নয়ন করবো।

mamun লিখেছেন, apnara ki binamulle china book prodan koren ? address mamun vill, modhyakumarpur,post,bhogdanga,dist. korigram bangladesh আরো অনুষ্ঠান prochar করা হোক।

Qurratul-Ain-Tahmina কয়েক প্রশ্ন লিখেছেন,

প্রথম হচ্ছে, কতটি ভাষা নিয়ে অনুষ্ঠান তৈরি করে সি আর আই?

২. প্রতিদিন বাংলা বিভাগের অনুষ্ঠান কত ঘন্টা? শুধু রেডিও অনুষ্ঠান? কোন ভিডিও আছে?

৩. বাংলাভাষা কোন অগ্রাধিকার আছে, অন্য ভাষার চেয়ে?

উত্তর:

সি আর আই এখন ৬১টি ভাষা নিয়ে অনুষ্ঠান তৈরি করেছে।

প্রতিদিন বাংলা বিভাগের অনুষ্ঠান ৪টি ঘন্টা। ৬ মিনিটের খবর, ৪মিনিটের প্রতিবেদন, ৪০মিনিটের বিশেষ অনুষ্ঠান ও ১০মিনিটের চীনা ভাষা ৯০০ বাক্য।

সি আর আই-তে প্রতিটি ভাষা বিভাগের মধ্যে কোন অগ্রাধিকার নয়।

এখন আবার ফিরে যাচ্ছি গানের জগতে। বন্ধুরা, শিল্পী baby najnin গাওয়া 'Pakhira jay urey' গানটি এখন শুনবেন। আমি আশা করি আপনারা এ গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040