Web bengali.cri.cn   
মুখোমুখি
  2012-02-08 09:21:58  cri
প্রিয় বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং সংগে রয়েছি আমি আবাম ছালাউদ্দিন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ।

বাংলাদেশের নারায়নগঞ্জ জেলার সোনালী নীড় ডিএক্স জোনের প্রেসিডেন্ট সেলিনা আক্তার লিখেছেন,

সি আর আই-র সবার সুস্বাস্থ্য ও দীর্ঘজীবন কামনা করছি। আর এদিকে আমরাও অত্যন্ত ভাল আছি।

সোনালী নীড় ডিএক্স জোন উক্ত অনুষ্ঠানে প্রায় ৭৫জন দরিদ্রকে দেশীয় পাকা আম দিয়ে অপ্যায়িত করা হয়। এবং সবাইকে সি আর আই-র অনুঃ শুনতে বলা হয়।

আপনার অনুষ্ঠান জীবন গানের দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার ঘটনা প্রবাহ পর্বে, বাংলাদেশ-ভারত বাণিজ্য মেলা, ভারতের গম উত্পাদন, শ্রীলংকার কুটির শিল্প ও ভারতের গাড়ী বিক্রি হারের কথা জানলাম। আবাম সালাউদ্দিন ভাইয়ের পরিবেশনায় খাদ্যদ্রব্যের মূল্যবৃদ্ধি ও দক্ষিণ এশিয়ার সমস্যা শীর্ষক প্রতিবেদন এর ধন্যবাদ।

সঙ্গীতানুষ্ঠানে মূলভাগের শিল্পী ওয়াং জেন-র কোন ভাবেই হাত ছাড়বো না গানটি উপভোগ করলাম।

তিনিও আমাদেরকে একটি প্রশ্ন দিয়েছেন,

সি আর আই কিভাবে কর্মী নিয়োগ দেয়া হয়?

আচ্ছা, আপনার প্রশ্নের উত্তর: প্রথম হচ্ছে কর্মীরা বাংলা ভাষা বলা ও লিখতে পারে। পেইচিংয়ে শুধু চীন যোগাযোগ্য বিশ্ববিদালয়ে বাংলা ভাষা শিক্ষিকা আছে। এবং প্রায় প্রতি ৬ বছরে একবার নতুন ছাত্রছাত্রীদের তালিকাভুক্তি করে। যখন ছাত্রছাত্রীরা ৪বছর শেখা শেষে, তারা সি আর আই-র আয়োজিত একটি পরিক্ষায় অংশ নেয়। তারপর যদি এ পরিক্ষা পাস করে, তারা একটি সাক্ষাত্কার নেয়। এ পরিক্ষা পাস করে সি আর আই-র একজন নতুন সদস্য পরিণত হবে।

বাংলাদেশের Jhenidah জেলার এম বি জামান সিদ্দিকী লিখেছেন,

সি আর আই বাংলা অনুষ্ঠানে বিশেষ অনুষ্ঠান শ্রোতাবন্ধুদের শুনতে করেছে। কিন্তু একটি সিডি প্রকাশের উদ্যোগ নেয়ার অনুরোধ জানিয়ে দিলাম তা আজও হয়নি। সিডি প্রকাশের মাধ্যমে সি আর আই বাংলা অনুষ্ঠান সম্প্রচারের ব্যাপক তা বৃদ্ধি হবে এবং সেই সাথে স্মৃতির নিদর্শন যুগ যুগ ধরে রাগবে।

প্রিয় জামান সিদ্দিকী ভাই, আপনার চিঠিতে যে সিডি তা আমি জানি না, আমি ম্যাডাম ইউয়ুকে বলবো। আমাদের অনুষ্ঠান অব্যাহতভাবে শুনবেন এবং চিঠি লিখবেন। ধন্যবাদ।

বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাবের অধ্যাপক আশরাফুল ইসলাম লিখেছেন,

সি আর আই-র বাংলা অনুষ্ঠান খুব নিয়মিত শুনছি। বিভিন্ন সিটার ব্যান্ড বা ক্রিকোয়েন্সীতে অনুষ্ঠান এখন খুব জোরালো এবং স্পষ্টভাবে শুনতে পারছি। ২০১১ সালে, বাংলা বিভাগের অনেক বিশেষ অনুষ্ঠান আমি পছন্দ করি। বিশেষ করে বাংলা নববর্ষের বিশেষ অনুষ্ঠান, এর জন্য আমার আন্তরিক শুভেচ্ছা রইল। এর জন্য আমরা ক্লাবের সবাই খুব আনন্দ আর হৈচৈ করেছি। সকালে ক্লাবে বসে পান্তা-ইলিশ খাবার মধ্য দিয়ে আমরা দিনের যাত্রা শুরু করি। তারপর সবাই মিলে বেরিয়ে পড়ি স্থানীয় মেলা। সেখানে অনেক রকম প্রদর্শনী ঘুরে ঘুরে দেখি। এখন ২০১২ নতুন নববর্ষে সবার জীবনে সুখ, শান্তি আর সমৃদ্ধি বয়ে আনুক এটাই আমা একান্ত প্রত্যাশা। সেখানে আয়োজিত বর্ষ বরণ সংগীত উত্সব প্রানভরে উপভোগ করি।

বাংলাদেশের Sirajgonj জেলার Md. Atiqul Islam Tonmoy ও Md. Shahidul Islam আমাদেরকে চিঠি লিখেছেন যে,

সুপ্রিয় পরিচালক, একরাশ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। মূল্য কথায় আসা যাক,

এফ এম ব্যান্ড অনুষ্ঠান সম্প্রচার শুধু করার অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি। আশা রাখি খুব শিঘ্রিই এটি আরও দীর্ঘ সময় এবং বিস্ততৃভাবে সারাদেশে সম্প্রচার করা হবে। এফ এম ব্যান্ড সম্প্রচার করার কারণে এখন আমরা আরও পরিস্কার এবং স্পষ্টভাবে অনুষ্ঠান শুনতে পারছি। আমি 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠানটির প্রচন্ড অনুরাগী। এছাড়া সংবাদ এবং অজানা কাহিনী এ দু'টিও খুবই শুতিদায়ক এবং বিনোদনমূলক ও জ্ঞানদায়ক।

বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের ডাঃ এস এম এ হান্নান লিখেছেন,

বাংলাদেশের নিবিড় পশ্লি গ্রাম থেকে জানাই ফুলেল শুভেচ্ছা। কেমন আছেন বন্ধরা। আমরা কিন্তু ভাল। বর্তমানে সি আ আই বেতার সব শ্রেষ্ঠ বেতার গত কিছু দিন ধরে সি আর আই-র নতুন সিষ্টেনমে অনুষ্ঠান মালা দারুণভাবে ভাল লাগছে। গত প্রতিযোগিতার প্রথম পুরুস্কারের মান দারুণ মূল্যায়ন হয়েছে। প্রতি রবিবার ছাড়্ও আরেক দিন শ্রোতাদের আকৃষ্ট করেছে। তবে সপ্তাহে রবিবার ছাড়াও আরেক দিন শ্রোতাদের চিঠির জবাব দেয়ার ব্যবস্থা করবেন।

আমি সি আর আই এর পরিবারকে ভাষার মাস ফেবরুয়ারির শুভেচ্ছা জানাই. এ বাংলা ভাষার জন্য যারা জীবন দিয়েছে বুকের তাজা রক্ত দিয়ে চিনিয়ে এনেছেবাংলা ভাষা তাদের আমরা কোনদিন ভুলবোনা. প্রেরক= সোহাগ বেপারী. সভাপতি-বাঁধন বেতার শোতা

সংঘ.গ্রাম:গান্দছি. ডাকঘর:বাংগডডা বাজার. থানা:নাংগলকোট.জেলা: কুমিললা. বাংলাদেশ

প্রীতিভাজনেষু, বাংলা বিভাগের সুপ্রিয় বন্ধুদের প্রীতিময় ভালবাসা জানিয়ে শুরু করছি ।আশা করি সবাই বেশ আনন্দ ফুর্তির সাথে এবারের বসন্ত উত্‍সব উত্‍যাপন করেছেন। বসন্ত উত্‍সব উপলক্ষে গত ২২জানুয়ারি প্রচারিত "মুখোমুখি"অনুষ্ঠানটি অত্যন্ত উপভোগ্য হয়েছে। এখানে আমার নিজের গাওয়া গান শুনতে পেয়ে খুবই আনন্দ অনুভব করেছি। এই বিশেষ অনুষ্ঠানের পরিকল্পনাকারীকে আন্তরিক ধন্যবাদ। ক্লাব বন্ধুদের জন্য কিছু ব্যাজ,ক্যাপ,বলপেন ইত্যাদি পাঠালে বাধিত হবো। প্রানঢালা শুভেচ্ছাসহ, আপনাদের বিশ্বস্ত পুরনো বন্ধু: এম,এম, আবদুল্লাহ রানা, প্রেসিডেন্ট,সিআরআই ফ্যান ক্লাব,পাবনা বাংলাদেশ।

ইউ কুয়াং ইউয়ে,

পত্রে আমার ছালাম নিবেন। আশা নয় বিশ্বাস ভাল আছেন।আমি ও ভাল আছি। আমি আপনাদের অতি পুরাতন শ্রোতা।অনুষ্ঠানে শুনলাম পুবের জানালা ও ক্যালেন্ডার পাঠিয়েছেন কিন্ত কই আমিতো পেলাম না। যাক হয়তো বা পাবো এক দিন। CRI-এর অনুষ্ঠান আমার কাছে মনে হয় যে,ঠিক মাঘ মাসের কন কনে শীতের সকালে খেজুরেররস খেতে যেমন মজা লাগে। CRI এর অনুষ্ঠান শুনতে তেমন মজা লাগে। আমার মনে হয় CRI চিনির চাইতে একটু বেশী মিষ্টি,রসগোল্লার চাইতে একটু বেশী।ঠিক রসমালায়ের মত সুসাদু এ কি সি আর আই-এর জাদু? মুক্তা আপু বলেছে সবুরে মেয়া ফলে আর কত দিন সবুর করবো? সেই ১৯৮৮ থেকে সবুর করে আসছি। আমি মিষ্টার ইউ কুয়াং ইউয়ের সাথে কথা বলতে চাই। শুভেচ্ছান্তে,এম এ রশিদ চৌধুরী,ব্লু স্কাই রেডিও লিসেঃ ক্লাব,গ্রামঃচৌধুরী পাড়া,পোঃআজম পুর,থানাঃমির পুর,কুষ্টিয়া,বাংলাদেশ

এখন হচ্ছে আমাদের বন্ধুরা পি পি এস-এর কথা,

JOY MONDAL লিখেছেন, আপনাদের বাংলা আসরের সকল অনুষ্ঠানই ভালো লাগে। অনুষ্ঠানগুলো অসাধারণ দৃষ্টিকোণ থেকে বিশ্বের কাছে এক সত্য ও উন্নয়নশীল বিশ্বকে উপস্থাপন করেছে। আপনাদের সংবাদ যেভাবে উপস্থাপন করা হয় তা জ্ঞানপিপাসু প্রতিটি মানুষকে আকর্ষণ করে।বিজ্ঞান ও প্রযুক্তি,কথা ও সুর অনুষ্ঠানগুলো সর্বাধিক পছন্দের আমার| নুতন বছরের শুভেচ্ছা রইলো।

Biddut লিখেছেন ধন্যবাদ নতুন বছরে আপনাদের সবাইকে।

Titu Akhand লিখেছেন, আপু, তোমার কন্ঠস্বর এতো মধুর কেন!! তোমার উপস্হাপনা আমার খুব খুব ভালো লাগে। তোমার এক ছোট ভাই, --টিটু আখান্দ।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040