Web bengali.cri.cn   
মুখোমুখি
  2012-01-11 10:52:29  cri
প্রিয় বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং সংগে রয়েছি আমি আবাম ছালাউদ্দিন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।

প্রিয় বন্ধুরা, এখন ২০১২ সালে, নতুন বছরে আপনাদের কোন পরিকল্পনা আছে? আমি মনে করি যে, প্রতি নতুন বছরের প্রথম থেকে কয়েকটি পরিকল্পনা তৈরি করি, তাহলে এ বছরে আমার জীবন খুব বৈচিত্র্যপূর্ণ। আমি আশা করি, নতুন বছরে, আমি কাজের মাধ্যমে আরো বেশি বন্ধু চেনি, আমার বাবা মা সুস্থ হবেন, আমার প্রিয় বন্ধু প্রতিদিনে আনন্দ হয় এবং, আমি ও আমার ছেলে বন্ধুর সঙ্গে সুখি হবো। ছালাউদ্দিন সাহেব, আপনি? নতুন বছরে কোন কোন পরিকল্পনা ও আশ আছেন?

আচ্ছা প্রিয় বন্ধুরা, আমি আশা করি আপনারা চিঠি, ইমেইল বা ওয়েবসাইটে কথা ফেলবেন। তাহলে পরপর্তি অনুষ্ঠানে আমি আপনাদের কথা শুনাবো।

বাংলাদেশের চাপাইনবাব গঞ্জ জেলার বরেন্দ্র বেতার লিসনার্স ক্লাবের মো আবদুল মান্নান লিখেছেন,

সুপ্রিয় বাংলা বিভাগ, আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের সবাইকে নববর্ষের শুভেচ্ছা। নববর্ষ উপলক্ষে আপনাদের প্রচারিত একটি বিশেষ অনুষ্ঠান শুনলাম। নতুন উপস্থাপিকা শান্তাকে ধন্যবাদ। আমরা আপনাদের অনুষ্ঠান খুব পছন্দ করি।

জি দিনাজপুর জেলার খালিদ বিন চৌধুরী লিখেছেন-

আমি একজন আইনজীবি। নিয়মিত আপনাদের অনুষ্ঠান শুনি। আপনাদের অনুষ্ঠান আমার ভালো লাগে। কিন্তু আমি অতি ব্যস্ত থাকার পরও আপনাদের অনুষ্ঠান শুনতে ভুল করি না। আপনাদের সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা জানাই।

ভাই আবদুল মান্নান ও খালিদ বিন চৌধুরী আপনাদের দু'জনকে ধন্যবাদ আমাদের কাছে লেখার জন্য। আশা করি ভবিষ্যতে সুন্দর করে বাংলায় চিঠি লিখবেন। তা না হলে আপনাদের পত্রের উত্তর দেয়া সম্ভব হবে না। সব শ্রোতাদের কাছেও একই অনুরোধ রইল।

গান ১

এবার একটু বিশ্রাম নেয়া যাক। আর সেই অবসরে শোনা যাক একটি গান। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা শুনবো শিল্পী ডলি সায়ন্তনির কণ্ঠে ভাবে মানুষ গুরু গানটি।

বাংলাদেশের কুষ্টিয়ার মিরপুর থানার ব্লু স্কাই রেডিও লিসেনার্স ক্লাবের এম এ রশিদ চৌধুরী,

লিখেছেন,

পত্রে আমার ছালাম ও শুভেচ্ছা নিবেন। আশা করি আপনারা সবাই মিলে ভালো আছেন। আমি আপনাদের অনেক দিনের পুরাতন শ্রোতা।আপনাদের প্রচারিত বিশ্ব সংবাদ আমার কাছে খুব ভাল লাগে। আরো ভাল লাগে শ্রোতাদের চিঠি পত্রের আসর। শুভেচ্ছান্তে,

তিনি অনুষ্ঠান সম্পর্কে একটি প্রতিবেদন পাঠিয়েছেন, তা এখন পড়ে শোনাচ্ছি।

অনুষ্ঠান শুনার রিপট।

পহেলা জানুয়ারির অনুষ্ঠানে,রুবির উপস্থাপনায়,নতুন আলোয় চীন,অথাত্‍ চীনের মুল অর্থনীতির উপর বিভিন্ন বিষয় জানতে ও বুঝতে পারলাম যে,চীনের মুল অর্থনীতির চারটি বিষয়ে লক্ষ রয়েছে। যেমনঃ ১,দ্রব্য মুল্যের উপর দৃষ্টি। ২,বসত বাড়ির দাম নিয়ন্ত্রণে রাখা। ৩,কর কমানো। এবং ৪,পুজি সংগ্রহ করা এই চারটি বিষয়ের উপর আলোচনা খুব ভাল লাগলো। আবার দোসরা জানুয়ারির অনুষ্ঠানে,লতার উপস্থাপনায় ,সীমান্ত অন্চল পরিদর্শন নামে ইরি অন্চল সম্পকে অনেক অজানা তথ্য জানতে পারলাম। আমি এর আগে জানতাম না যে,ইরি অন্চলকে ফল মুলের জন্মস্থান বলা হয়ে থাকে। আরো জানতে পারলাম যে, সেখানে হাজার হাজার একর লাল মাটির জমি আছে। অনুষ্ঠান খুব ভাল লাগলো। চৌঠা জানুয়ারির অনুষ্ঠানে লিলির উপস্থাপনায় সাংস্কৃতিক সম্ভার অনুষ্ঠান আমার কাছে খুব ভাল লাগলো।

ভাই রশিদ চৌধুরী, ধন্যবাদ আপনাকে আমাদের অনষ্ঠানের ওপর আপনার গভীর মনোযোগের জন।। আমরা আপনার কাছ থেকে বাংলায় আরো সুন্দর চিঠি আশা করছি।

বাংলাদেশের সাতক্ষীরা জেলার তালা'র জননী রেডিও লিসেনার্স ক্লাবের অমিত বসু লিখেছেন,

দিদি,আশা নয় বিশ্বাস। আপনারা সকলে ভাল আছেন এবং ভবিষ্যতেও ভাল থাকবেন আশা রাখি আমরা ক্লাবের সকলে। আমাদের ক্লাবের পক্ষ থেকে আপনাদের সকলকে ও সকল শ্রোতাদেরকে জানাই ইংরেজী নতুন বছরের শুভেচ্ছা। ধন্যবাদান্তে

হ্যাঁ ভাই অমিত, আপনাদের সবাইকেও শুভেচ্ছা জানাই। আশা করি ভবিষ্যতেও আপনাদের কাছ থেকে আরো বেশি সহযোগিতা পাবো।

ভারতের দক্ষিণ দিনাজপুর জেলা থেকে রতন কুমার পাল নববর্ষের শুভেচ্ছা জানিয়ে একটি চিঠি লিখেছেন্। তিনি লিখেছেন আমাদের নববর্ষের বিশেষ অনুষ্ঠান তার কাছে ভালো লেগেছে। আমাদের প্রচারিত সংবাদও তার কাছে ভালো লাগে। সিআরআইর ৭০ বছর পূর্তি আর বাংলা বিভাগের ৪২ বছর পূর্তিতে শুভেচ্ছা জানিয়েছেন। প্রকাশ ও শান্তা মারিয়ার অনুষ্ঠানে নবীন ও প্রবীনদের মধ্যে ম্যাডাম চুং শাওলি,লিলি, মুক্তা অন্যান্যের আলোচনা তার কাছে ভাল লেগেছে। চীনের শিল্পীর গাওয়া বাংলা গানও তার কাছে ভালো লেগেছে। সিআরআইর ওপর আবাম ছালাউদ্দিনের লেখা গানটিও ভালো লেগেছে বলে তিনি জানিয়েছেন।

ভাই রতন, আপনার ইংরেজীতে লেখা দীর্ঘ চিঠির উত্তর দেয়া সময় সাপেক্ষ ব্যাপার। তাই আপনাকে আবারও অনুরোধ করছি এখন থেকে আপনি সুন্দর করে বাংলায় চিঠি লিখবেন। কারণ বাংলা হচ্ছে আমাদের কাছে সবচে প্রিয় ভাষা। আপনাদের মায়ের ভাষা। তাই না?

এখন আবার ফিরে যাচ্ছি গানের জগতে। বন্ধুরা, শিল্পী বেবি নাজনীনের গাওয়া পাখি যায় উড়ে গানটি এখন শুনবেন। আমি আশা করি আপনাদের এ গানটি আপনাদের ভালো লাগবে।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040