Web bengali.cri.cn   
মুখোমুখি
  2011-12-28 10:03:07  cri
প্রিয় বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা

অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং সংগে রয়েছি আমি আবাম ছালাউদ্দিন।

আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে

একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।

আমার প্রিয় বন্ধুরা, আজ একটি আনন্দের দিন। হ্যাঁ, আজ Christmas। Merry

Christmas। ছালাউদ্দিন, বাংলাদেশে কি Christmas উদযাপিত হয়? আপনাদের

ওখানে কি অনুষ্ঠানের আয়োজন করা হয়। জানাবেন কি?

আপনার কথা শুনলাম আমিও বাংলাদেশে যেতে চাই এবং Christmasসহ নানা রকমের

দিবস উদযাপন করতে চাই সবাই মিলে।

আচ্ছা, তাহলে এখন আমরা আমাদের কয়েকজন বন্ধুর Christmas দিবসের কথা শুনাবো।

বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার শিক্ষক মোহাম্মদ আবদুল মান্নানMD. ABDUL

MANNAN আমাদেরকে লিখেছেন,

সিআরআই'র প্রিয় ভাইবোনের, সবাইকে শুভেচ্ছা। আমি এত আনন্দিত যে আমি

আপনাদের সব অনুষ্ঠানই পছন্দ করি। প্রতি রাতে আমি রেডিও-র কাছে বসে আপনার

প্রতিদিনের অনুষ্ঠান শুনি এবং ওয়েবসাইট দেখি। আমার খুব ভালে লাগে। আমি

আপনাদের সবাইকে Christmas ও নববর্ষের শুভেচ্ছা জানাই।

হ্যাঁ ভাই, আপনার শুভেচ্ছা আমরা গ্রহণ করলাম। আপনাকেও জানাই

শুভেচ্ছা। আশা করি আপনি নিয়মিত আরো সুন্দর ও পর্যালোচনামূলক চিঠি লিখবেন।

ভারতের পশ্চিম বঙ্গের INTERNATIONAL DX RADIO LISTENERS CLUB-এর এস এম

নিজামউদ্দিন লিখেছেন,

আমি আমার ক্লাবের সব সদস্যের পক্ষ থেকে সি আর আইর বাংলা বিভাগের সবাইকে

একটি আনন্দময় CHRISTMAS ও নববর্ষ-২০১২'র শুভেচ্ছা জানাই। আমরা সিআরআই'র

নিয়মিত শ্রোতা। আপনাদের সুন্দর অনুষ্ঠান উপভোগ করি আমরা। প্রতিদিন মজার

মজার অনুষ্ঠান শুনে এবং এ থেকে অনেক অনেক নতুন তথ্য আমরা জানতে পারি। তবে

আমাদের অঞ্চলের অনেক লোকই আপনাদের অনুষ্ঠান সম্পর্কে জানে না। তাই আমরা

সিদ্ধান্ত নিয়েছি যে, একটি শ্রোতা সম্মেলনের আয়োজন করবো। যাতে আরো বেশি

বেশি বন্ধুরা আপনাদের সুন্দর অনুষ্ঠান শুনতে পারে।

বাংলাদেশের চাপাইনবাবগন্জ জেলার নাচোল থানার আবদুল মান্নান লিখেছেন, আমরা

নিয়মিতভাবে সি আর আই বাংলা বিভাগের অনুষ্ঠান শুনি। আপনাদের ২০১১ সালের ১৭

ডিসেম্বরের অনুষ্ঠান শুনলাম, খুব ভালো লাগলো। Kheladular khabor, আমরা

শুনলাম। জনাব চিয়াং চিন ছেং আমাদেরকে চীনের নারীদের ভলিবল খেলার ওপর

বিস্তারিত খবর জানিয়েছেন। এবং আরেকটি অনুষ্ঠান, ম্যাডাম চুং সাও লির

সুস্থ রাখো। আমাদের কাছে ভালো লাগলো।

ভাই মান্নান, আপনার চিঠির জন্য ধন্যবাদ। তবে ইংরেজী অংশটুকু পড়ে

শোনানো সম্ভব হলো না বলে দুঃখিত। আপনার কাছ থেকে সুন্দর ও প্রাঞ্জল চিঠি

আশা করছি। কি সুন্দর করে বাংলায় লিখবেন তো?

ভারতের পশ্চিম বঙ্গের Woman listener club'র পুষ্প মিত্র লিখেছেন, আমরা

আপনাদের নিয়মিত শ্রোতা। আপনাদের অনুষ্ঠানের প্রতিদিনের আন্তর্জাতিক ও

আঞ্চলিক খবর, প্রতিবেদন ও গানসহ বিভিন্ন অনুষ্ঠান শুনি। আমাদের ক্লাবের

সদস্যরা সবই নারী। তাহলে আমরা আশা করি যে আপনারা নারীর জন্য একটি নতুন

অনুষ্ঠান পরিবেশনের ব্যবস্থা করবেন। ধন্যবাদ।

প্রিয় বোন পুষ্প, আপনার চার লাইনের চিঠির জন্য আপনাকে ধন্যবাদ। হ্যাঁ,

আমরা যে, সবার চিঠির উত্তর দিই, তাতো বুঝলেন। আমাদের চুং আপা একটি

অনুষ্ঠান 'নারী বিশ্বর' তৈরি করেছেন। আমি আপনার মতামত আমাদের পরিচালককে

জানিয়ে দিয়েছি, তিনিও মনে করেন যে আপনারা একটি ভাল প্রস্তাব দিয়েছেন। যখন

আমরা নতুন অনুষ্ঠানমালা তৈরি করবো, তখন আমরা নারী বিষয়ক একটি নতুন

অনুষ্ঠানের ব্যবস্থা করবো। আপনার নারী ক্লাবের সব সদস্যকে জানাই নববর্ষের

শুভেচ্ছা। আশা করি আমাদের অনুষ্ঠান আপনারা সবাই নিয়মিত শুনবেন এবং মতামত

দিতে কার্পণ্য করবেন না।

এবার তাহলো শোনা যাক একটি গান। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা শুনবো শিল্পী

আসিফ দৌলির কন্ঠে 'যত ভালবাসি' গানটি।

বাংলাদেশের দিনাজপুরের জজকোর্টের এ্যাডভোকেট খালিদ চৌধুরী লিখেছেন,

নিয়মিতভাবে আপনাদের প্রচারিত অনুষ্ঠান শুনি। আপনাদের সব অনুষ্ঠানই আমি

খুব পছন্দ করি, বিশেষ করে মুখোমুখি আমার প্রিয় অনুস্ঠান। আসছে নববর্ষে

আপনাদের সবার জীবন সুন্দর ও সুখময় হয়ে উঠুক কামনা করছি।

বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার রাজশাহী কৃষি উন্নয়ন ব্যংকের আঞ্চলিক শাখার

এস এম আনোয়ার কবীর লিখেছেন, প্রতি বছর বিশ্বের ১ কোটি ২০ লাখ হেক্টর

আবাদী জমি মরুকরণের শিকার হচ্ছে- প্রতিবেদনটি আমাকে কষ্ট দিয়েছে। সারা

বিশ্বের জন্য এ এক অশনি সংকেত। গ্রীন হাউজ ইফেক্ট, জলবায়ুর পরিবরতন,

জনসংখ্যার ভীড়ে পৃথিবী যখন কাবু তখন নতুন করে মরুকরণ যেন মড়ার উপর খড়ার

ঘা। ধন্যবাদ সিআরআই'কে প্রতিবেদনটি প্রকাশের জন্য।

ভাই আনোয়ার, আপনার কষ্টের সাথে আমরাও ব্যথিত। আসুন না সবাই যার যার

কাজ কর্মে নিষ্ঠার মধ্য দিয়ে এ পৃথিবীটাকে সাজিয়ে তুলি আমাদের মত করে।

বাংলাদেশের ঢাকার সোহেল রানা হৃদয়, রওশন আরা লাবু ও রওশন মুরাদ মুগ্ধ

আমাদের পি পি এস-এ লিখেছেন,

প্রিয় বন্ধুরা, আমাদের পক্ষ থেকে সবাইকে মহান বিজয় দিবস-২০১১ এর রক্তিম

শুভেচ্ছা রইল। আশা করছি সবাই ভাল আছেন। আমরাও ভাল আছি। বাংলাদেশের ৪০তম

বিজয় দিবসে আমাদের অঙ্গিকার হোক- এক বাংলা, এক হৃদয়, এক আকাশ, এক মাটি।

হীরা, সোনা, তামা, লোহার চেয়েও যেন পরম খাটি। আসুন সবাই যার যার দেশকে

ভালবাসি-নিজের মতো করেই।

আপনাদের কথাগুলো পড়ে মনে হলো এমন করে যদি সবাই নিজেদের উন্নয়নের কথা

ভাবতো, তাহলে নিজেদের অনেক সমস্যার সমাধান হয়ে যেতো নির্বিঘ্নেই। আমদের

আশা, সবাই পরষ্পরের সহযোগিতায় এগিয়ে আসবেন আন্তরিকভাবে। আপনাদের সবাইকে

ধন্যবাদ।

ভারতে পশ্চিমবঙ্গের সি আর আই লিসনার্স ক্লাবের বিধান চন্দ্র

স্যান্যাল আমাদের কাছে একটি ইমেইল পাঠিয়েছেন, তিনি আমাদেরকে কয়েকটি নিজের

তৈরি Bengali Drama- "Sabuj Bandhura" Writtren By. Bidhan Chandra

Sanyal, Directed by Dilip Majumder, Actor and actress Members of the

All India CRI Listeners Association. This drama is presented on the

occasion of 70th anniversary of CRI।

আমাদের মুখোমুখি অনুষ্ঠানে আলাদা আলাদাভাবে আপনার তৈরি অনুষ্ঠান প্রচার

করবো। ভাই আপনি এবং আপনার ক্লাবের সব সদস্যদেরকে আন্তরিক ধন্যবাদ ও

শুভেচ্ছা জানাই।

এখন শুনুন তার পাঠানো তৃতীয় নাটিকাটি।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য

ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির

হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040