Web bengali.cri.cn   
মুখোমুখি
  2011-11-23 10:22:48  cri
প্রিয় বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং সংগে রয়েছি আমি আবাম ছালাউদ্দিন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।

আমার প্রিয় বন্ধুরা, দীর্ঘ দিন ধরে প্রতিটি মুখোমুখি অনুষ্ঠানে, আমরা শুধু কয়েকজন বন্ধুর চিঠি ও ইমেইল পড়ে শুনিয়েছি, তবে অনেক অনেক বন্ধু আমাদের কাছে চিঠি ও ইমেইল পাঠিয়েছেন, কিন্তু চিঠির মানসহ বিভিন্ন কারনে তা প্রচার করা সম্ভব হয়ে ওঠেনি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি বন্ধুর নাম লিখেছি, যদিও সময়ের অভাবে আপনাদের চিঠি পড়া সম্ভব হয়ে ওঠে না তারপরও আমরা কিন্ত আপনাদের সবার চিঠি পড়ি এবং তা থেকে ভালো চিঠিগুলো বাছাই করে নেই। তাই আপনারা সবাই আরো সুন্দর ও সাবলীল ভাষায় বিশ্লেষণমূলক চিঠি লিখবেন।

আরেকটি বিষয়, প্রতিটি অনুষ্ঠানে আমরা চারটি বাংলা গান শুনাবো, কিন্তু চীনে বাংলা গান সংগ্রহ করা তত সহজ নয়। তাহলে আমার প্রিয় বন্ধুরা, যদি আপনাদের প্রিয় ভাল বাংলা বা দক্ষিণ এশিয়ার গান সংগ্রহ করতে পারেন, তাহলে তা আমার ঠিকানায় ডাকযোগে অথবা ইমেইলে পাঠিয়ে দেবেন। আমার ইমেইল ঠিকানা হচ্ছে, hawaiicoffee@sina.com.। আমি আবার পড়ছি, hawaiicoffee@sina.com.। আশা করি আপনাদের সাড়া পাবো।

তৃতীয় বিষয়, আমরা এখন আমাদের ওয়েবসাইট পরিবর্তন করবো। আশা করি অদূর ভবিষ্যতে আপনারা এ নতুন ওয়েবসাইট দেখতে পারবেন। তখন আমাদের বাংলা বিভাগের সব সদস্যের নিজের একটি ওয়েবসাইট থাকবে। আশা করি আমার প্রিয় বন্ধুরা ওয়েবসাইটে কথা বলবেন এবং চিঠি লিখা অব্যাহত রাখবেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

: শুরুতেই রয়েছে আপনারা যারা আমাদের কাছে চিঠি পাঠিয়েছেননো তারা হলেন:-

বাংলাদেশের কুষ্টিয়া জেলার বিপ্লব, বাংলাদেশের নাটোর জেলার রিপা মল্লিক, বাংলাদেশের মেহেরপুর জেলার মাহমুদ আবদুল লতিফ, বাংলাদেশের কুষ্টিয়া জেলার বেতার শ্রোতা সংঘের মোঃ এ. এম. মজনু বিশ্বাস।

: এবারে আপনাদের চিঠির অংশ বিশেষ :

ভারতের আউরায়া জেলার রেডিও লিসনার্স ক্লাবের আমানত উল্লাহ খান আমাদের পি পি এস-এ লিখেছেন, সি আর আই হচ্ছে বিশ্বের সেরা বেতার সংস্থা। বিশেষ করে বাংলা বিভাগের অনুষ্ঠান খুব ভাল। আমি প্রতিটি অনুষ্ঠান এবং ওয়েবসাইট পছন্দ করি এবং প্রতিদিন দেখি।

বাংলাদেশের কুষ্টিয়া জেলার বেতার শ্রোতা সংঘের মোঃ এ. এম. মজনু বিশ্বাস লিখেছেন : পত্রের প্রথমে আমার মনের অফুরন্ত ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। আমি তোমাদের একজন নিয়মিত শ্রোতা, এবং অনেক আগে থেকে শুনে আসছি। আমি এর আগে চারটা চিঠি লিখেছি। আশা করি এবার উত্তর পাবো। যদি উত্তর পাই তাহলে আমি এর পর থেকে নিয়মিত চিঠি লিখবো।

এমন সুন্দর অনুষ্ঠান শ্রোতাদের উপহার দেওয়ার জন্য এই অনুষ্ঠান পরিবারের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

কি ভাই খুশি হয়েছেন তো? নিশ্চয়ই এবার আমাদের কাছে নিয়মিত চিঠি লিখবেন।

বন্ধুরা, এখন আমরা একটি সুন্দর গান শুনবো। শিল্পী ফেরদৌস আরার কন্ঠে খোদা এই গরীবের গানটি। গানের কথা এমন:

ঐ আকাশের নীল অনেক দূর, ঐ বাঁশীতে বাজে তোমার সুর, সূর্যের টিপ পড়বো সকাল দুপুর।

আমি আশা করি আপনারা এ গানটি পছন্দ করবেন।

এবারে বাংলাদেশের বগুড়া জেলার সড়ক ইন্টারন্যাশনাল রেডিও ক্লাবের প্রেসিডেন্ট এম আবদুর রাজ্জাক লিখেছেন:-

প্রিয় সিআরআই,

ঈদের দ্বিতীয় দিন আমরা একটি বিরাট অনুষ্ঠানের আয়োজন করেছিলাম। তার মধ্যে ছিল সকালে ক্রিড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে ছিল ঈদ পূনর্মিলনি, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শত শত লোক আমাদের এ অনুষ্ঠান উপভোগ করেছে।

আপনাদের সবাইকে ঈদ মোবারক।

ভাই রাজ্জাক, এবার আমরা আপনার চিঠি পড়ে শোনালাম। তবে ভবিষ্যতে আপনি সুন্দর করে বাংলা অক্ষরে লিখে পাঠাবেন। তা না হলে আমাদের পক্ষে আপনার চিঠির উত্তর দেয়া সম্ভব হবে কষ্টকর হয়ে দাঁড়ায়। নিশ্চয়ই আপনি এবং আমাদের সব শ্রোতা বন্ধুরা বিষয়টির প্রতি লক্ষ্য রাখবেন। আপনাদের সবার সহযোগিতাইতো আমাদের সবার অনুষ্ঠান তৈরির অনুপ্রেরণা। তাইনা ভাই? ধন্যবাদ সবাইকে।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040