Web bengali.cri.cn   
মুখোমুখি
  2011-11-16 16:56:08  cri
প্রিয় বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং সংগে রয়েছি আমি আবাম ছালাউদ্দিন। আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।

আমার প্রিয় বন্ধুরা, দীর্ঘ দিন ধরে প্রতিটি মুখোমুখি অনুষ্ঠানে, আমরা শুধু কয়েকজন বন্ধুর চিঠি ও ইমেইল পড়ে শুনিয়েছি, তবে অনেক অনেক বন্ধু আমাদের কাছে চিঠি ও ইমেইল পাঠিয়েছেন, কিন্তু চিঠির মানসহ বিভিন্ন কারনে তা প্রচার করা সম্ভব হয়ে ওঠেনি। এখন আমরা সিদ্ধান্ত নিয়েছি যে প্রতিটি বন্ধুর নাম লিখেছি, যদিও আপনার চিঠি না পড়তে পারলেও, আপনি জানেন যে আমি আপনার চিঠি দেখেছি। এটাতো ভাল?

আরেকটি বিষয়, প্রতিটি অনুষ্ঠানে আমরা চারটি বাংলা গান শুনাবো, কিন্তু চীনে বাংলা গান সংগ্রহ করা তত সহজ নয়। তাহলে আমার প্রিয় বন্ধুরা, যদি আপনাদের প্রিয় ভাল বাংলা বা দক্ষিণ এশিয়ার গান সংগ্রহ করতে পারেন, তাহলে তা আমার ঠিকানায় ডাকযোগে অথবা ইমেইলে পাঠিয়ে দেবেন। আমার ইমেইল ঠিকানা হচ্ছে, hawaiicoffee@sina.com.। আমি আবার পড়ছি, hawaiicoffee@sina.com.। আশা করি আপনাদের সাড়া পাবো।

তৃতীয় বিষয়, আমরা এখন আমাদের ওয়েবসাইট পরিবর্তন করবো। আশা করি অদূর ভবিষ্যতে আপনারা এ নতুন ওয়েবসাইট দেখতে পারবেন। তখন আমাদের বাংলা বিভাগের সব সদস্যের নিজের একটি ওয়েবসাইট থাকবে। আশা করি আমার প্রিয় বন্ধুরা ওয়েবসাইটে কথা বলবেন এবং চিঠি লিখা অব্যাহত রাখবেন। আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।

এবারে আপনাদের চিঠির পালা

বাংলাদেশের ঝিনাইদহ জেলার ডি এক্স রেডিও ফ্যান ক্লাবের সভাপতি সাখাওয়াত হেসেন বিদ্যুত্ লিখেছেন,

বরাবর, প্রযোজক সি আর আই বাংলা বিভাগ, গত ১০ এপ্রিল ২০১১ ইং তারিখ রবিবার আপনাদের প্রেরিত বিশেষ পুরস্কার হিসেবে একটি রেডিও ও একটি নোটবুক আমি পেয়েছি। এই পুরস্কারটি আসাকে এত আনন্দ দিয়েছে যে, এটি হাতে করে আমি ৭ দিন ঘুরে ঘুরে সবাইকে দেখিয়েছি। সত্যিই এত আনন্দ আমি আগে কখনো পাইনি।

এই চমত্কার সুদৃশ্য উপহার প্রেরণ করার জন্য আমি সি আর আই বাংলা বিভাগের এর সকল কর্মি ও কর্মকর্তাকে আমার অন্তরের অন্তরাস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি।

অনুষ্ঠান শুনছি নিয়মিত এবং মতামতও পাঠানোর চেষ্টা করছি। আমার ক্লাব কার্যক্রম যথানিয়মে পরিচালিত হচ্ছে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি যাতে তারা সত্, যোগ্য ও শিক্ষিত ব্যক্তিকে নির্বাচিত করা যায়। ধন্যবাদ আপনাদের সকলকে।

বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের এস. এম. এ. হান্নান লিখেছেন,

সুপ্রিয় বাংলা বিভাগ, বাংলাদেশের মৌসুমী ভরা এই মধুমাসের রকমারী ফূল ও ফলের শুভেচ্ছা নিবেন। আমি দীর্ঘদিন থেকে সি আর আইর অনুষ্ঠান শুনছি। চীনের সংস্কৃতি সম্ভার ও অর্থনীতির অগ্রযাত্রা সম্পর্কে অনেক ধারণা পাচ্ছি। অনেক অনেক নতুন অনুষ্ঠান বর্তমান সি আর আই থেকে শুনতে পাচ্ছি। এ ছাড়াও সি আর আইর ওয়েবসাইট চমত্কার বাংলাভাষায় দেখতে পাচ্ছি।

প্রিয় হান্নান আপনি আমাদের কাছে একটি আকাঁ ছবি পাঠিয়েছেন, খুবই সুন্দর। আশা করি আপনি অব্যহতভাবে আমাদেকে চিঠি ও আপনার আকাঁ ছবি পাঠাবেন।

বন্ধুরা, এখন আবার একটু বিশ্রাম নেয়া যাক। বন্ধুরা, শিল্পী baby najnin গাওয়া 'Cheye thaki janalay' গানটি। আমি আশা করি আপনারা এ গানটি পছন্দ করবেন।

আমি আশা করি আপনারা এ গানটি পছন্দ করবেন।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে, আরেকটি গান শোনাবো। শিল্পী ফেরদৌস আরা গাওয়া জনম জনম গেল নামের একটি গান।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আবার আমরা আপনাদের সামনে হাজির হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040