Web bengali.cri.cn   
মুখোমুখি
  2011-09-07 14:25:39  cri
প্রিয় বন্ধুরা,

আপনারা শুনছেন পেইচিং থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান। আমি ওয়াং ছুই ইয়াং জিনিয়া এবং আমি আবাম ছালাউদ্দিন আমার প্রিয় বন্ধুরা, আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন? আপনাদের সবাইকে একরাশ শুভেচ্ছা জানিয়ে এখন শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান মুখোমুখি।

শুরুতেই রয়েছে আপনাদের পাঠানো চিঠির কথা।

আজকের অনুষ্ঠানের প্রথম চিঠিটি আমাদের বাংলাদেশের বগুড়া জেলার রাজিয়া সুলতানা তার, চিঠিতে জানতে চেয়েছেন,

. এ পর্যন্ত চীন দেশের কত জন ব্যক্তি নোবেল পেয়েছে? এবং প্রথম নোবেল জয়ী কে?

প্রিয় সুলতানা, সঠিকভাবে বলতে গেলে, কোন চীনা নাগরিক নোবেল পুরুস্কার পায় নি। কিন্তু চীনা বংশোদ্ভুত মার্কিন নাগরিকরা নোবেল পুরুস্কার পেয়েছেন। তাঁরা হচ্ছেন, সাংহাইয়ে জন্মলাভকারী লি জেং তাও। ইয়াং জেং নিং, চীনের অ্যান হুই প্রদেশে জন্ম হয়েছে। তিং জাও জুং, লি ইয়াং জে, জু তি ওয়েন, ছুই ছি, এবং কাও সিং চিয়ান। এতেও কিন্তু আমরা চীনা হিসেবে গর্বিত। কি তাই না?

বাংলাদেশের বগুড়া জেলার পাইওনিয়ার রেডিও এন্ড টি ভি ক্লাবের সভাপতি এম. এ. বারিক আমাদের কাছে লিখেছেন, অনেকদিন পর আমি সি আর আইর কাছে চিঠি লিখতে বসেছি। নিয়মিত চিঠি লিখতে এবং আমার প্রিয় বেতারের অনুষ্ঠান শুনতে পারি না পড়াশুনার চাপের কারণে। এত ব্যস্ততার মাঝেও আমি আপনাদের অনুষ্ঠান শুনতে চেষ্টা করি। কারণ, চীনাদের মুখে আমার মায়ের ভাষা বাংলা শুনতে আমার খুবই খুবই ভাল লাগে। তাছাড়া, সি আর আইর কিছু কিছু অনুষ্ঠান আমার এত ভাল লাগে যে, আপনাদের লিখে আমি বুঝতে পারবো না। চলুন বেড়িয়ে আসি, রকমারি, গল্প কথায় চীন, জীবন গানের দক্ষিণ এশিয়া, মুক্ত মন মুক্ত চিন্তা, সংস্কৃতি সম্ভার, অর্থনীতির অগ্রযাত্রা এগুলো আমার ভীষণ ভীষণ ভাল লাগে।

বন্ধু বারিক, আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লাগার জন্য আমরা খুবই খুশি, সেজন্য আপনাকে ধন্যবাদ জানাই। আশা করি আপনি আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনবেন এবং চিঠি লিখবেন।

হ্যাঁ,এবার গানের পালা। আর সেই অবসরে শোনা যাক একটি সুন্দর গান। হ্যাঁ বন্ধুরা, এখন আমরা শুনবো শিল্পী প্রিন্স মাহমুদ ও মেহরাবের কন্ঠে "এসিড" শীর্ষক গানটি।

গানের কথা এমন:

নির্যাতিতাকে বলছি শোন পৃথিবী থেকে ভালোবাসা হারিয়ে যায়নি এখনো

আমি আশা করি আপনারা এ গানটি দারুন পছন্দ করবেন।

বাংলাদেশের রাজশাহী জেলার সাইফুল ইসালাম মাষ্টার আমাদের কাছে তার চিঠিতে কয়েকটি মতামত পাঠিয়েছেন,

আমি চীন আন্তর্জাতিক বেতারের নিয়মিত শ্রোতা। দীর্ঘদিন থেকে অর্থ্যত্ ২০০৫ সাল থেকে আমি সি আর আইর অনুষ্ঠান শুনে আসছি। বর্তমানে সি আর আই অনুষ্ঠান আমার এত ভাল লাগছে তাই চিঠি না লিখে থাকতে পারলাম না। এটাই সি আর আইর কাছে লেখা আমার প্রথম চিঠি। এই চিঠির উত্তর পেলে সি আর আই সাথে নিয়মিত যোগাযোগ রাখবো। সি আর আই থেকে পরিবেশিত গল্প কথায় চীন, চলুন বেড়িয়ে আসি, সংস্কৃতি সম্ভার, অর্থনীতির অগ্রযাত্রা, মুক্ত মন মুক্ত চিন্তা, রকমারি, জীবন গানের দক্ষিণ এশিয়া আমার প্রিয় অনুষ্ঠান। তাছাড়া, সি আর আই বিশ্বসংবাদের মাধ্যমে সারা বিশ্বের ঘটনা প্রবাহ জানতে পারি। সুন্দর বস্তুনিষ্ট নিরপেক্ষ বিশ্ব সংবাদ কার না ভাল লাগে। সি আর আই যে সব গান বাজায় তা আমার ভীষণ ভীষণ ভাল লাগে। চীনা ভাষা শিক্ষার আসর শুনতে শুনতে আমি অনেক চীনা ভাষা শিখে ফেলেছি। কিন্তু সেগুলো আমি চীনা ভাষায় লিখতে পারি না। সি আর আই অনুষ্ঠান যখন শেষ হয়ে যায় তখন আমার মনটা খারাপ হয়ে যায়। পরবর্তী অনুষ্ঠানের জন্য অপেক্ষা করতে থাকি। আপনি হয়তো বলবেন আমাদের অনুষ্ঠান এতদিন থেকে শুনেন তাহলে যোগাযোগ করেন নি কেন? আপনারা নিশ্চয় জানেন সি আর আই অনুষ্ঠান যত লোক শুনেন, তবে অনেক কম শ্রোতাই সি আর আইর সাথে যোগাযোগ রাখেন। তবে এখন থেকে কথা দিলাম আমি নিয়মিত যোগাযোগ রাখবো। কেউ যদি বলে কেন আমি সি আর আই শুনি? আমি তাকে বলবো, সি আর আই অনুষ্ঠান তথ্যপূর্ণ, বস্তুনিষ্ট ও শিক্ষণীয়। আমি সব সময় সি আর আইর উজ্জল ভবিষ্যত্ কামনা করছি।

প্রিয় সাইফুল ইসলাম মাষ্টার, আপনার চিঠি পেয়ে আমরা সবাই খুব খুশি, আপনার প্রথমটি চিঠি আমি পড়েছি। আশা করি আপনি আরো বেশি চিঠি লিখবেন আর আমি পড়বো। আপনাদের মতামত আমাদের আমাদের অনুষ্ঠানের জন্য খুব গুরুত্বপূর্ণ, আশা করি আপনি আমাদের বন্ধু থাকবেন, আমিও সব সময় আমাদের সব বন্ধুদের উজ্জল ভবিষ্যত্ কামনা করি।

এখন আমাদের পি পি এস-এর বন্ধুদের কথা:

ভারতের রেডিও লিসেনার্স ক্লাবের আমানত খান লিখেছেন, চীন আন্তর্জাতিক বেতার প্রতিষ্ঠার ৭০তম বার্ষিকীতে এটা আমার আনন্দের একটি বার্তা। সি আর আই কার্যক্রমের ৭০ বছর অতিক্রমের জন্য সবাইকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমার কামনা ও প্রার্থনা হল আগামী বছরগুলোতে সি আর আই যেন অধিক সাফল্য অর্জন করতে পারে।

ভাই আমানত, আপনার শুভ কামনার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনিও সিআরআইর সাথে থেকে একদিন ৭০ বছর নয়, শতবর্ষ উদযাপন করবেন সিআরআইকে নিয়েই।

মহ: হাফিজুর রহমান লিখেছেন,

১৩ আগষ্টের তরতাজা বিশ্ব সংবাদের পর আজকের প্রতিবেদনে ১২ আগস্ট শুরু হওয়া চীনের সেনজেন শহরের ছাব্বিশতম বিশ্ববিদ্যালয় ছাত্র-ছাত্রীদের আন্তর্জাতিক গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা নিয়ে সি আর আইয়ের নিজস্ব সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন শুনলাম। আগামী দু\'সপ্তাহে বিশ্বের ১৫২টি দেশ ও অঞ্চলের প্রায় ৮ হাজার যুব ক্রীড়াবিদ এই মঞ্চে তাদের নৈপুণ্য দেখাবেন। আমরা এই প্রতিযোগিতার সাফল্য কামনা করি| তারপর রকমারি অনুষ্ঠানের প্রথমে খেলার খবর বেশ ভালো লাগলো| প্রকাশ ও শিয়াবুর রহমানের তিব্বত দর্শনের অভিজ্ঞতার কাহিনী নিয়ে ধারাবাহিক পরিবেশনাগুলি দারুণ উপভোগ্য| আজ তিব্বত দর্শনের বিভিন্ন জায়গার বর্ণনা আমাদের সমৃদ্ধ করলো| আপনাদের মাধ্যমে আমরাও যেন আমাদের স্বপ্ন রাজ্য তিব্বত ঘুরে দেখতে পেরেছি|

দেশ বিদেশ ঘোরার মধ্য দিয়ে আমরা নিজেদের অভিজ্ঞ করে তুলতে পারি। তাহলে ভাই আগে আপনার নিজের দেশের ঐতিহাসিক জায়গাগুলো ঘুরে আমাদের জানালে সবাই তা জানতে পারবে এবং সবাই নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারবে অভিজ্ঞতার আলোকে।

বন্ধুরা, আজকের অনুষ্ঠান শেষ করার আগে, আরেকটি গান শোনাবো। শিল্পী তপন চৌধুরীর গাওয়া আমার হিয়ার মাঝে গানটি এখন শোনাবো।

শ্রোতা বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আগামী সপ্তাহের একই সময় আমরা আবার আপনাদের সামনে হাজির হবো আপনাদের চিঠিপত্র নিয়ে। যাই চিয়ান।–জিনিয়া ওয়াং/আবাম

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040