Web bengali.cri.cn   
চীনে ইউক্রেনের রাষ্ট্রদূতের সিআরআই পরিদর্শন
  2010-02-03 19:10:07  cri

চীনে ইউক্রেনের রাষ্ট্রদূত কোসটেনকো ইউরি ২২ জানুয়ারী চীন আন্তর্জাতিক বেতার পরিদর্শনে এসে সিআরআই'র উপ-মহাপরিচালক ওয়াং ইয়ু ফাংয়ের সঙ্গে সাক্ষাত্ করেছেন।

এ সময় রাষ্ট্রদূত কোসটেনকো বলেছেন, সিআরআই ২০০৮ সালের জুলাই মাসে আনুষ্ঠানিকভাবে ইউক্রেন ভাষার ওয়েবসাইট চালু করেছে। এটা ইউক্রেনের নাগরিকদের চীনকে জানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি প্রায়শই ইউক্রেন ভাষার ওয়েবসাইট দেখেন। তিনি সিআরআই'র এ ওয়েবসাইটের প্রশংসা করেছেন।

তিনি বলেন, এখন ইউক্রেন ও চীনের সাংস্কৃতিক ক্ষেত্রে ঘন ঘন বিনিময় হচ্ছে। ইউক্রেনের অনেক লোক চীনা ভাষা শিখতে চান। দু'দেশে অধ্যয়নরত পরস্পরের ছাত্রছাত্রীর সংখ্যা দিন দিন বাড়ছে। তিনি আশা করেন, সিআরআই'র মাধ্যমে দু'দেশের জনগণের সমঝোতা ও মৈত্রী আরো বাড়বে।

ওয়াং ইয়ু ফাং চীনে ইউক্রেন দূতাবাসের পক্ষ থেকে সিআরআইকে দেয়া সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন। তিনি বলেন, ইউক্রেন ভাষার ওয়েবসাইট হচ্ছে সিআরআই'র সবচেয়ে নতুন বিদেশী ভাষার ওয়েবসাইটের অন্যতম। তা চালু হওয়ার এক বছরে নানা দিকের তথ্য সুষ্ঠুভাবে তুলে ধরেছে। চীনে ইউক্রেন দূতাবাস আর ইউক্রেনের তথ্য মাধ্যমের সাহায্যে এ ওয়েবসাইটের পাঠকের সংখ্যা ধাপে ধাপে বাড়ছে। ওয়াং ইয়ু ফাং বলেন, সিআরআই ইউক্রেনের তথ্য গোষ্ঠীর সঙ্গে ভালো সহযোগিতার সম্পর্ক প্রতিষ্ঠা করেছে। তিনি আশা করেন, ভবিষ্যতে আরো বেশি সহযোগিতামূলক প্রকল্প হাতে নেয়া হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040