Web bengali.cri.cn   
চীনে নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূতের সিআরআই পরিদর্শন
  2009-12-02 13:57:59  cri

সিআরআই'র মহাপরিচালক ওয়াং গেন নিয়েন (বাম দিক থেকে তৃতীয়)। চীনে নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূত মোহামেদ আহমেদ আভিল(বাম দিক থেকে দ্বিতীয়)।

চীনে নিযুক্ত সোমালিয়ার রাষ্ট্রদূত মোহামেদ আহমেদ আভিল ২৪ নভেম্বর চীন আন্তর্জাতিক বেতার পরিদর্শন এবং সিআরআই'র মহাপরিচালক ওয়াং গেন নিয়েনের সঙ্গে তথ্য মাধ্যমগুলোর সহযোগিতা জোরদারসহ নানা বিষয়ে মত বিনিময় করেছেন।

রাষ্ট্রদূত আভিল এ সময় বলেন, চীন আন্তর্জাতিক বেতার চীনের অন্যতম গুরুত্বপূর্ণ সরকারী তথ্য মাধ্যম হিসেবে চীন ও আফ্রিকার বিনিময় ও সহযোগিতার জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। আফ্রিকার বহু লোক সিআরআই'র মাধ্যমে চীনের বিকাশ আর চীন ও আফ্রিকার সহযোগিতার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানতে পেরেছেন। আফ্রিকা সম্পর্কিত সম্প্রচারের ক্ষেত্রে সিআরআই নিয়মিত ইতিবাচক খবর প্রকাশ করে এবং আফ্রিকার উন্নয়নের ওপর দৃষ্টি রাখে। ফলে স্থানীয় জনগণের কাছে সিআরআই জনপ্রিয় হয়ে উঠেছে। রাষ্ট্রদূত আরো বলেছেন, সোমালিয়া ও চীনের মধ্যে রয়েছে দীর্ঘকালের ঘনিষ্ঠ সম্পর্ক। সোমালিয়ার জনগণ চীনা জনগণের প্রতি অত্যন্ত বন্ধুভাবাপন্ন। চীনের সংস্কৃতির ওপর তাঁদের গভীর আগ্রহ রয়েছে। তিনি আশা করেন, সিআরআই আর সোমালিয়ার তথ্য মাধ্যমগুলোর সহযোগিতা ভবিষ্যতে জোরদার হবে এবং দু'পক্ষের বিনিময় ও সমঝোতা আরো বাড়বে।

সিআরআই'র মহাপরিচালক ওয়াং গেন নিয়েন বলেছেন, চীন বন্ধুত্বপূর্ণ আদানপ্রদান বৃদ্ধি ও অভিন্ন উন্নয়ন ত্বরান্বিত করার মৌলিক নীতির ভিত্তিতে আফ্রিকার জন্য বেতার অনুষ্ঠান প্রচার করে। আমরা চীন সম্পর্কিত খবরগুলো প্রচারের পাশাপাশি বাস্তবতার আলোকে আফ্রিকা ও বিশ্ব সংবাদ প্রচার করি। তিনি আশা করেন, ভবিষ্যতে সোমালিয়ার তথ্য মাধ্যমের সঙ্গে বেতার ও টেলিভিশন ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতা আরো জোরদার হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

 

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040