Web bengali.cri.cn   
"নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী' বিশ্বব্যাপী জ্ঞান যাচাই প্রতিযোগিতা
  2009-10-05 22:38:15  cri

    এ বছর চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি হবে। ৬০ বছরে চীন সরকার ও জনগণ দেশ গঠনকাজে প্রচেষ্টা চালিয়ে আসছে। চীনের সার্বিক জাতীয় শক্তির অনেক উন্নত হয়েছে। জনগণের জীবনযাপনের মান ধাপে ধাপে সমৃদ্ধ হয়েছে। শিল্প, কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তিসহ নানা ক্ষেত্রে ব্যাপক সাফল্য অর্জিত হয়েছে। বিভিন্ন দেশের শ্রোতা ও নেট-ব্যবহারকারীকে নয়া চীন প্রতিষ্ঠার ৬০ বছরের পরিবর্তন ও আর্থ-সামাজিক উন্নয়নে অর্জিত সাফল্যের ওপর মোটামুটি ধারণা দেয়ার জন্য চীন আন্তর্জাতিক বেতার ১ জুন থেকে বেতার অনুষ্ঠান ও ওয়েবসাইটের মাধ্যমে 'নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উপলক্ষ্যে বিশ্বব্যাপী জ্ঞান যাচাই প্রতিযোগিতা' আয়োজন করবে। এ প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য আপনাদের স্বাগত জানাই।

    প্রতিযোগিতার সময়সীমা: ২০০৯ সালের ১ জুন থেকে ১ নভেম্বর পর্যন্ত।

    প্রতিযোগিতার নিয়ম: প্রতিযোগিতায় অনলাইন প্রশ্ন ও 'চীনকে শুভেচ্ছা জানানো' এ দু'টি অংশ অন্তর্ভুক্ত থাকবে।

    অনলাইন প্রশ্ন অংশে ১০টি প্রশ্ন থাকবে। সব প্রশ্নের সঠিক উত্তর এবং শুভেচ্ছা মন্তব্য লেখার বন্ধুরা পুরস্কার অর্জনের সুযোগ পাবে।

    পুরস্কার:

বিশেষ পুরস্কার: এবারের প্রতিযোগিতায় ১০ জন বিশেষ পুরস্কার বিজয়ী নির্বাচিত হবে। তাঁরা বিনা খরচে চীন ভ্রমণের সুযোগ পাবেন।

প্রথম পুরস্কার: চীনের বৈশিষ্ট্যপূর্ণ রেশমী ছবি

দ্বিতীয় পুরস্কার: চীনের বৈশিষ্ট্যপূর্ণ হাতে আঁকা রেশমী স্কার্ফ বা সাজসজ্জার কাপড়

তৃতীয় পুরস্কার: স্পোর্টস শার্ট

বিজয়ীদের নামের তালিকা সিআরআই অনলাইন ওয়েবসাইটে প্রকাশিত হবে।

এক. চীন বিশ্বের কত শতাংশ আবাদী জমি দিয়ে বিশ্বের ২২ শতাংশ মানুষ লালনপালন করে?

ক. ৭% খ. ৮% গ. ৯% ঘ. ১০%

দুই. ২০০৮ সালে চীনের খাদ্যশস্যের উত্পাদনের পরিমাণ কত?

ক. ৩০ কোটি টন খ. ৪০ কোটি টন

গ. ৫০ কোটি টন ঘ. ৬০ কোটি টন

তিন. চীন প্রথম সংবিধানের জন্য জনগণের কতটি মতামত সংগ্রহ করে?

ক. ৫ লাখ খ. ১০ লাখ গ. ১৩.৮ লাখ ঘ. ১৭.৮ লাখ

চার. বর্তমানে চীনের কার্যকর আইন ক'টি?

ক. ১২৯ খ. ২১৯ গ. ২২৮ ঘ. ২২৯

পাঁচ. বর্তমানে বিশ্বে চীনের অর্থনৈতিক অবস্থান কত?

ক. দ্বিতীয় খ. তৃতীয় গ. চতুর্থ ঘ. পঞ্চম

ছয়. ২০১০ সালে বিশ্ব মেলা চীনের কোন শহরে অনুষ্ঠিত হবে?

ক. পেইচিং খ. শাংহাই গ. কুয়াংচৌ ঘ. হংকং

সাত. কোন সালে জাতিসংঘে চীন গণ প্রজাতন্ত্রের বৈধ আসন পুনরুদ্ধার করে?

ক. ১৯৭১ সালের অক্টোবর খ. ১৯৭২ সালের জানুয়ারী

গ. ১৯৪৯ সালের অক্টোবর ঘ. ১৯৮১ সালের অক্টোবর

আট. বর্তমানে কতটি দেশের সঙ্গে চীনের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে?

ক. ১২১ খ. ১৫৩ গ. ১৭১ ঘ. ১৮৫

নয়. প্রথমে মহাকাশে অবতরনকারী চীনা ব্যক্তির নাম কি?

ক. ইয়াং লি ওয়েই খ. নিয়ে হাই শাং

গ. চাই চি কাং ঘ. লিউ বো মিং

দশ. চীনের প্রথম কৃত্রিম উপগ্রহ কোন সালে উতক্ষেপন করা হয়?

ক. ১৯৭০ খ. ১৯৭১ গ. ১৯৭৫ ঘ. ১৯৮০

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040