Web bengali.cri.cn   
মানুষের পক্ষে সবচেয়ে ভয়ংকর জিনিস কী ?
  2012-09-04 13:53:01  cri
এক দিন এক যুবক একজন বুদ্ধিমান মানুষকে জিজ্ঞেস করল:

' মানুষের পক্ষে সবচেয়ে ভয়ংকর জিনিস কী?'

'তুমি কি মনে কর?' হাসতে হাসতে উত্তর দিলেন এই বুদ্ধিমান মানুষ।

' নিঃসঙ্গতা?' যুবক ছেলেটি বলল।

'না তো' বুদ্ধিমান মানুষ মাথা নেড়ে উত্তর দিলেন।

'তাহলে ভুল বোঝাবোঝি?' যুবক ছেলেটি বলল।

'তাও ঠিক না' বুদ্ধিমান মানুষ বললেন।

' অসহায়তা?' যুবক বলল।

'ঠিক না' । বুদ্ধিমান মানুষ আবার মাথা নেড়ে উত্তর দিলেন।

'তাহলে আপনি বলুন মানুষের পক্ষে সবচেয়ে ভয়ংকর জিনিস কী?' বলল এই যুবক। তার মুখে হতাশার চিহ্ন ফুটে উঠল।

' তোমার পক্ষে সবচেয়ে ভয়ংকর জিনিস তুমি নিজেই', উত্তর দিলেন বুদ্ধিমান মানুষ।

'কেন আমি নিজেই?' বুদ্ধিমান মানুষের কথা শুনে এই যুবক ছেলে বিচলিত হয়ে পড়ল। সে নিরবে বুদ্ধিমান মানুষের দিকে তাকাল। তার মুখে কোনো কথা নেই।

'একশ ভাগ ঠিক'। বুদ্ধিমান মানুষ হাসতে হাসতে যুবক ছেলেকে বুঝিয়ে দিতে শুরু করলেন। ' একটু আগে তুমি যে , নিঃসঙ্গতা , ভুল বোঝাবোঝি ও অসহায়তার কথা বললে তা সবই তোমার মনের ছায়া এবং তোমার অনুভব। যদি তুমি তোমাকে বলো 'এ সব ভয়ংকর, আমি সহ্য করতে পারি না' তাহলে তুমি পরাজিত হতে পারো। যদি তুমি তোমাকে বলো 'এ সব কিছুই না , আমাকে এসবের সামনে ইতিবাচকভাবে পড়তে হবে। আমি অবশ্যই এসবকে জয় করতে পারবো' তাহলে তুমি একজন বিজয়ী লোক।'

বুদ্ধিমান মানুষ আবার এই যুবক ছেলেকে বললেন 'যদি তুমি নিজেকে ভয় কর না , তাহলে তোমার পক্ষে ভয়ের কিছু নেই। তোমার পক্ষে ভয় এ সব অনুভবে নয় বরং তোমার নিজের মধ্যেই।

উপসংহারে বুদ্ধিমান মানুষ যুবক ছেলেতে বললেন ' মনে রাখতে হবে যে , নিঃঃসঙ্গতা, ভুল বোঝাবোঝি , লোভ , লাম্পট্য, হিংসা, কপটতা, আত্মশ্লাঘা, স্বার্থপরতা ইত্যাদি মানুষের আত্মার ভুত। মানুষের পক্ষে শত্রু হল সে নিজেই। সব সময় নিজেকে জয় করতে হবে। মানুষের চরিত্র তার নিয়তি নির্ধারন করে।'

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040