Web bengali.cri.cn   
ট্যাবলেট পিসি তৈরি করবে অ্যামাজন
  2012-08-30 19:37:56  cri

ট্যাবলেট পিসি তৈরি করবে অ্যামাজন

আগামী ৬ সেপ্টেম্বর সান্টা মোনিকায় ডাকা এক সংবাদ সম্মেলনে যোগদানের আমন্ত্রণ জানিয়ে বিভিন্ন মহলের ব্যক্তিদেরকে পত্র পাঠিয়েছে অ্যামাজন। এ আমন্ত্রণপত্রে অ্যামাজন কোনো পণ্যের নাম উল্লেখ করে নি। এতে মাত্র এক বাক্য আছে: 'আমাদের সঙ্গে আম্যাজনের সংবাদ সম্মেলনে অংশ নিন'।

এ সংবাদ সম্মেলন সান্টা মোনিকার বারকার হ্যাঙ্গার ভবনে অনুষ্ঠিত হবে। বার্কার হ্যাঙ্গার ভবন সান্টা মোনিকা বিমানবন্দরের কাছে একটি পুরানো ভবন। এ ভবনটি সাধারণত ব্যক্তিগত পার্টি ও শুটিংয়ের কাজে ব্যবহৃত হয়। ভবন খুব বড়। অ্যামাজন এবারের সংবাদ সম্মেলনে যে কথা ঘোষণা করবে, সেটি এ ভবনের মতো মহান বলে অনুমান করা হচ্ছে।

এক বছর আগে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অ্যামাজন এক সেট কিন্ডল পণ্য প্রকাশ করে। এ ট্যাবলেট পিসি তথ্যপ্রযুক্তি মহলের ব্যক্তিদের ধারণার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সাত ইঞ্চি স্ক্রিনের এ পিসি আইপ্যাডের চেয়ে অনেক সস্তা।

আসন্ন সংবাদ সম্মেলন প্রসঙ্গে তথ্যপ্রযুক্তি মহলের ব্যক্তিরা মনে করছেন যে, এ অনুষ্ঠানে অ্যামাজন আরও বড় স্ক্রিনের ট্যাবলেট পিসি বাজারে ছাড়বে।

আইপ্যাড মিনি বাজারে আসতে দেরি

মানুষের বিপুল প্রত্যাশা আইপ্যাড মিনির ওপর। কিন্তু সম্প্রতি বিদেশি সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, অ্যাপল কোম্পানি দু'টি সংবাদ সম্মেলনের আয়োজন করবে। সেখানে এ কোম্পানি যথাক্রমে আইফোন ও আইপ্যাড মিনি প্রকাশ করবে।

এর আগে অধিকাংশ সংবাদমাধ্যম অনুমান করেছিল ১২ আগস্ট পঞ্চম প্রজন্মের আইফোনের আত্মপ্রকাশ ঘটবে।

প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। -রুবি/এসআর

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040