Web bengali.cri.cn   
সেট টপ বক্স নিয়ে আপেলের ভাবনা
  2012-08-23 17:13:30  cri

বিদেশি সংবাদমাধ্যম থেকে জানা গেছে, অ্যাপল কোম্পানি টেলিভিশনের টপ বক্স হিসেবে ব্যবহৃত যন্ত্র উদ্ভাবন করছে। এ নতুন যন্ত্রের মাধ্যমে অনুষ্ঠান রিসিভ ও দেখার জটিলতা কমবে এবং একই সঙ্গে সরাসরি সম্প্রচার ও নির্ধারিত সম্প্রচারের মধ্যে সময়ের পার্থক্য কমবে।

ওয়েবসাইটে সিরিয়াল সেভ করতে পারে এমন ডিজিটাল ভিডিও রেকর্ডার বা ডিভিআর উদ্ভাবন করতে চায় অ্যাপল। এ যন্ত্রের মাধ্যমে যখন তখন টেলিভিশন অনুষ্ঠান দেখা যাবে। এমন কি নতুন সিরিয়াল সম্প্রচারের কয়েক মিনিটের মধ্যে অনলাইনে সে সিরিয়াল দেখা যাবে। মার্কিন টাইম ওয়ারনার কেব্‌ল ইনকর্পোরেশন এমন সেবা প্রদান শুরু করেছে। এর নাম হলো স্টার্ট ওভার।

অ্যাপলের এ টপ বক্সের প্রধান বৈচিত্র হবে অনুকূল ইউজার ইন্টারফেস। আইপ্যাডের গৌণ আইকনের মতো এ যন্ত্রের ইন্টারফেস ডিজাইন হবে বলে অনুমান করা হচ্ছে। ইউজার ইন্টারফেস ব্যবহারকারীদের জন্য তা আরও সুবিধাজনক হবে।

জানা গেছে, অ্যাপলের এ নতুন যন্ত্রে টেলিভিশনে সামাজিক যোগাযোগ সুবিধা থাকবে। যেমন টুইটারসহ বিভিন্ন সফটওয়্যারের মাধ্যমে সিরিয়াল উপভোগ করা যাবে। এছাড়া আইফোন ও আইপ্যাডের মাধ্যমে টপ বক্সের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহারকারীরা বিভিন্ন অনুষ্ঠান সেইভ করতে পারবে বলে আশা করছে অ্যাপল।

তবে অ্যাপলের মুখপাত্র টম নিউমায়ার এটিকে একটি গুজব বলে আখ্যায়িত করে এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।

প্রিয় শ্রোতা, আজকের 'হাল-শৈলী' অনুষ্ঠান এ পর্যন্ত। এ অনুষ্ঠান আপনাদের কেমন লাগল। যদি ভালো লেগে থাকে এবং এ অনুষ্ঠান নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে, তাহলে আমাদেরকে চিঠি বা ইমেইল পাঠাতে ভুলে যাবেন না। আমাদের ইমেইল ঠিকানা হলো wangdanhong@cri.com.cn এবং ben@cri.com.cn। দয়া করে দু'টো ঠিকানায় ইমেইল পাঠান। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বৃহস্পতিবার আবার কথা হবে। যাই চিয়ান। -রুবি/এসআর

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040