Web bengali.cri.cn   

গুয়াং ফেই

  2012-08-22 19:12:14  cri
সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেন তো? আশা করি আপনারা সবাই গ্রীষ্মের প্রচন্ড গরমের ভেতরও সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন। আমি লতা। আবার আপনাদের সামনে গানের ডালি নিয়ে উপস্থিত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রতি সপ্তাহে আমি আপনাদের আমার প্রিয় গানগুলো শুনাই। কি ভালো লাগে তো? আশা করি, আপনারা আমাদের প্রচারিত গানগুলো পছন্দ করেন। আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানে আমি আপনাদের সাথে চীনের এক গানের দেবীর পরিচয় করিয়ে দিতে চাই। তার নাম গুয়াং ফেই।

আপনাদের নিশ্চয়ই জানতে ইচ্ছা করছে, কেন গুয়াং ফেইকে ' গানের দেবী' এ নাম দেওয়া হয়েছে? আচ্ছা, তাহলে এখন আমি গুয়াং ফেইয়ের গল্প আপনাদের বলবো।

প্রায় ২০ বছর আগে চীনের সংগীত ক্ষেত্রে গুয়াং ফেইয়ের আবির্ভাব হয় । চীনের সবাই তাঁকে পছন্দ করেন। সে সময় গুয়াং ফেই অনেকগুলো সংগীতানুষ্ঠানের আয়োজন করেন। প্রতিটি সংগীতানুষ্ঠানে তাঁর ভক্তদের উপচে পড়া ভিড় দেখা যায়। এ কথা বলা যায়, ১৯৯০ সাল থেকে ২০০০ সাল পর্যন্ত চীনের সংগীত ক্ষেত্র হলো গুয়াং ফেইয়ের নিজের মঞ্চ। তবে পরে গুয়াং ফেই এ ধরণের জীপনযাপনে ক্লান্ত হয়ে পড়েন। তাই ২০০৪ সালে তিনি সংগীত ক্ষেত্র থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নেন। এখন তাঁর দু'টি গান আপনাদের শোনাবো। পরে আমরা গুয়াং ফেইয়ের সম্পর্কে আরো অনেক কথা বলবো। প্রথমে শুনুন গুয়াং ফেইয়ের 'চলতি সময়' ও 'মসুর ডাল'এ দুটি গান।

বন্ধুরা, গুয়াং ফেইয়ের কণ্ঠ কি আপনারা পছন্দ করেছেন? তাঁর কণ্ঠ খুবই ভালো, তাই সবাই তাঁকে 'গানের দেবী' বলেন। আজকের সংগীতানুষ্ঠানের থিম হলো চীনের গানের দেবী গুয়াং ফেই। এখন আমরা গুয়াং ফেইয়ের সম্পর্কে আরো কিছু কথা বলবো। এর আগে আমি বলেছি যে ২০০৪ সালে গুয়াং ফেই সংগীত ক্ষেত্র থেকে বিদায় নেয়ার সিদ্ধান্ত নেন। এ সিদ্ধান্তের ৬ বছর পরে ২০১০ সালে গুয়াং ফেই চীনের সংগীত মঞ্চে আবার হাজির হয়েছেন। তিনি নিজের নতুন অ্যালবাম নিয়ে ফিরে এসেছেন। তাই এখন আমরা নতুন অ্যালবামের দু'টি গান শোনবো। গান দু'টির নাম হলো 'কাহিনী' ও 'লোকালয়'। আশা করি, আপনারা এ দু'টি গানও পছন্দ করবেন।

আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে শুনছেন 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা। যদি আরও সুন্দর সুন্দর গান শুনতে চান, তাহলে প্রতি সপ্তাহে আমাদের সংগীতানুষ্ঠান শুনুন। যদি আপনাদের কাছে অনুষ্ঠান বিষয়ে কোনো পরামর্শ থাকে, তাহলে ফোন অথবা চিঠির মাধ্যমে আমাদের জানাতে পারেন। আপনাদের সমর্থন হলো আমাদের চালিকা শক্তি। আজকের সংগীতানুষ্ঠান সুরের ধারায়ের শেষ দিকে আপনারা শুনবেন গুয়াং ফেইয়ের দু'টি প্রেমের গান: 'আমি ইচ্ছুক' এবং 'দোলনা-ঘোড়া'। খুবই স্নিগ্ধ স্বর এবং সুন্দর ছন্দ। গান দু'টির মধ্যে আপনারা ভালোবাসার অনুভূতি অনুভব করতে পারবেন। শুনুন তাহলে গান দু'টি।

সুপ্রিয় শ্রোতা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। কি আরো গান শুনতে চান? তাহলে আজ নয়, আগামী সপ্তাহের 'সুরের ধারায়' অনুষ্ঠানে আবার আপনাদের শোনাবো সুন্দর সুন্দর নতুন গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। যাই চিয়ান।(লতা/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040