Web bengali.cri.cn   
লন্ডন অলিম্পিক: পদক তালিকার শীর্ষে যুক্তরাষ্ট্র, চীন
  2012-08-05 19:34:53  cri
    আগস্ট ৫: শনিবার লন্ডন অলিম্পিক অষ্টম দিনে প্রবেশ করেছে। এদিনের ইভেন্টের মধ্য দিয়ে পুরো অলিম্পিকের অর্ধেক সময় অতিবাহিত হয়। শনিবার মোট ২৫টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। এর মধ্যে যুক্তরাষ্ট্র ও চীন ৫টি করে স্বর্ণ পদক অর্জন করে এখন পদক তালিকার যথাক্রমে প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। আর যুক্তরাজ্য রোইং ও অন্যান্য খেলা থেকে ৬টি স্বর্ণ পদক পেয়ে তৃতীয় স্থানে উন্নীত হয়েছে।

    ব্যাডমিন্টনের নারী এককে ও দ্বৈতে চীনা খেলোয়াড়রা স্বর্ণপদক অর্জন করেন।

    পুরুষ ২০ কিলোমিটার হাঁটা প্রতিযোগিতায় চীনা খেলোয়াড় ছেন দিং ১ ঘন্টা ১৮ মিনিট ৪৬ সেকেন্ডে গন্তব্য পৌঁছে অলিম্পিকে নতুন রেকর্ড সৃষ্টি করেছেন।

    পুরুষদের দেড় হাজার মিটার ফ্রি-স্টাইল সাঁতার প্রতিযোগিতায় চীনা খেলোয়াড় সুন ইয়াং ১৪ মিনিট ৩১.০২ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়েছেন।

    এদিকে বিখ্যাত সাঁতারু ফেলপসের নেতৃত্বে মার্কিন সাঁতার দল পুরুষদের ৪ জনের ১০০ মিটার রিলে মিশ্ররীতির সাঁতার প্রতিযোগিতায় স্বর্ণপদক অর্জন করেছে। এ পর্যন্ত লন্ডন অলিম্পিকে ফেলপস ৪টি স্বর্ণপদক এবং ২টি রৌপ্যপদক নিজের ঝুলিতে ভরেছেন।

    সাতাশ বছর বয়সী ফেলপস যে ২২টি অলিম্পিক পদক জিতেছেন, তার মধ্যে ১৮টি স্বর্ণপদক। অলিম্পিকের ইতিহাসে পদক অর্জনের এটাই সর্বোচ্চ রেকর্ড।

    একই দিন নারীদের ১০০ মিটার দৌড় প্রতিযোগিতায় নতুন একজন সুপারওয়েমেনের জন্ম হয়েছে। জ্যামাইকার ফ্রেজার প্রাইস শেলি আন ১০.৭৫ সেকেন্ড সময় নিয়ে নতুন রেকর্ড গড়ে স্বর্ণপদক পেয়েছেন।

শনিবার পর্যন্ত মোট ৩২টি দেশ স্বর্ণপদক পেয়েছে। পদকপ্রাপ্ত মোট দেশের সংখ্যা ৫৭। এখন স্বর্ণপদক তালিকার প্রথম ছয়টি দেশ হল যুক্তরাষ্ট্র (২৬), চীন (২৫), যুক্তরাজ্য (১৫), দক্ষিণ কোরিয়া (৯), ফ্রান্স (৮) ও জার্মানি (৫)। (স্বর্ণা/এসআর)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040