Web bengali.cri.cn   
নিজের বানানো মাস্ক
  2012-08-02 19:18:46  cri

গ্রীষ্মকালে প্রবল রোদে কালো হয়ে যায় অনেকের ত্বক। কিভাবে কালো হওয়া থেকে ত্বককে রক্ষা যায় - আজকের এ পর্বে আমি সে সম্পর্কে কিছু টিপস জানাবো।

এক: তরমুজ মাস্ক

উপাদান: তরমুজ রস

পদ্ধতি: তরমুজের টাটকা রসের সঙ্গে কিছু দুধ এবং ময়দা গুড়ো মিশ্রণ করুন। তারপর এ মাস্ক মুখে মাখুন। বিশ মিনিট পর মুখমণ্ডল ধুয়ে পরিস্কার করুন। প্রতি সপ্তাহে দু'এক বার করে মুখে মাখুন। এ মাস্ক রোদে কালো হওয়া ত্বকের রং ফেরানোর জন্য খুব উপকারি।

এ মাস্ক বানানোর পদ্ধতি আবার বলে দিচ্ছি। প্রিয় শ্রোতা, দরকার হলে আপনারা টুকে নিতে পারেন।

দুই: করলা মাস্ক

উপাদান: করলা

পদ্ধতি: করলা ফ্রিজে রাখুন ১৫ মিনিট। তারপর বের করে চাক চাক করে কাটুন। চাকগুলো মুখমণ্ডলের ওপর লাগিয়ে রাখুন। পনের মিনিট পর মুখ পরিস্কার করুন।

আবার বলে দিচ্ছি এ মাস্ক বানানোর পদ্ধতি। প্রিয় শ্রোতা, চাইলে টুকে নিতে পারেন আপনারা।

তিন: কাজুবাদাম মাস্ক

উপাদান: কাজুবাদাম, ডিম

পদ্ধতি: পানিতে সিদ্ধ করে কাজুবাদাম নরম করুন। তারপর বাদামের খোসা ছাড়ান এবং ব্লেন্ডার দিয়ে আটার মতো বানান। এরপর ডিমের সাদা অংশ মিশান এর সঙ্গে। মাস্কটি বানানোর পর মুখে দিন। সপ্তাহে একবার করে এ মাস্ক ব্যবহার করুন। এ মাস্ক ব্যবহার করলে মুখের বলিরেখা কমে যাবে।

এ মাস্ক বানানোর পদ্ধতি আবার বলে দিচ্ছি। প্রিয় শ্রোতা, দরকার হলে আপনারা লিখে নিতে পারেন। রুবী/এসআর

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040