Web bengali.cri.cn   
অলিম্পিকে চীনের সাফল্য বাংলাদেশের গণমাধ্যমে ব্যাপক প্রচার পাচ্ছে
  2012-08-01 18:54:22  cri
লন্ডন অলিম্পিকে চীনের ক্রীড়াবিদদের সাফল্যের খবর প্রতিদিন বাংলদেশের সংবাদ মাধ্যমে ফলাও প্রচার পাচ্ছে। দেশের সবকটি টেলিভিশন চ্যানেল, বেতার ও সংবাদপত্র চীনের অলিম্পিক দলের সাফল্য নিয়ে সংবাদ প্রচার ও প্রকাশ করছে।

চীনের নারী শ্যুটার ই সিলিংয়ের লন্ডন অলিম্পিকের প্রথম স্বর্ণপদক জয় থেকে শুরু করে চতুর্থ দিনে জাপানকে হারিয়ে চীনের পুরুষ জিমন্যাস্ট দলের সোনা জেতা এবং পদক তালিকায় চীনের শীর্ষ স্থান ধরে রাখাসহ সব খবরই ব্যাপক প্রচার পাচ্ছে ঢাকার গণমাধ্যমে।

দেশের অন্যতম প্রধান দৈনিক প্রথম আলো খেলার পাতায় স্বর্ণজয়ী চীনের পুরুষ জিমন্যাস্ট দলের বড় ছবি ছেপে লিখেছে, 'চারদিনেও পদক তালিকায় শীর্ষে চীন'। জনকণ্ঠ লিখেছে- 'আধিপত্য ধরে রেখেছে চীন', ইত্তেফাকের শিরোনাম 'দাপট দেখিয়ে চলেছে চীন'। ইংরেজি দৈনিক ডেইলি স্টারের শিরোনাম, 'চায়না ডিফেন্ড টিম গোল্ড'।

১৩টি সোনাসহ ২৩টি পদক নিয়ে চতুর্থ দিনেও চীন যে শীর্ষে রয়েছে, পদক তালিকা প্রকাশের মাধ্যমে এ তথ্য জানিয়েছে সবকটি সংবাদপত্র।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040