Web bengali.cri.cn   
স্বাধীন গায়িকা ছু উয়ান তিং
  2012-07-31 15:45:48  cri

প্রিয় বন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাই ভাল আছেনতো? আশা করি আপনারা সবাই গ্রীষ্মকালের গরমের ভেতরও সুস্থ আছেন এবং আনন্দে দিন কাটাচ্ছেন। তাই না? আমি লতা, আজ আমি খুবই আনন্দিত আজকের সংগীতানুষ্ঠানে আপনাদের সামনে আবার হাজির হতে পেরে। প্রতি সপ্তাহে আমি আপনাদের আমার প্রিয় গানগুলো শুনাই। কি ভালো লাগেতো? আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানে আমি আপনাদের সাথে চীনের একজন বিখ্যাত গায়িককে পরিচয় করিয়ে দিতে চাই। তাঁর নাম ছু উয়ান তিং।

ছু উয়ান তিং চীনের নতুন প্রজন্মের একজন বিখ্যাত গায়িকা। ১৯৮৩ সালে চীনের উত্তরাঞ্চলীয় প্রদেশ হেই লং জিয়াংয়ে তাঁর জম্ম। বিশ্ববিদ্যালয়ে উচ্চতর শিক্ষা গ্রহণের জন্য ২০০০ সালে ছু উয়ান তিং ক্যানাডায় যান। সেখানে তিনি চীনের সংগীতের পাশাপাশি বিভিন্ন বিদেশী সংগীত শুনেছেন এবং এ থেকে অভিজ্ঞতা নিয়েছেন। প্রতিদিন গুরুত্বপূর্ণ শেখার কাজের পাশাপাশি তিনি ২০০৫ সালে নিজের প্রথম ব্যান্ড 'দি ওয়ান্টিং ব্যান্ড' গঠন করেন। পরে তিনি গান লিখতে শুরু করেন। তাঁর ছেলে বন্ধু ও তাঁর বাবাসহ তাঁর জীবনের অনেক গুরুত্বপূর্ণ মানুষের জন্য তিনি গান লিখেছেন। তাঁর গানে সবসময় রয়েছে কিছুটা দুঃখের আভাষ। আজকের সুরের ধারায় প্রথমে আমরা শুনবো তার দুটি গান: একটি হলো এ্যাডমিট ও আরেকটি হলো এ্যাংজাইটি । এ দুটি গানে আপনারা আমাদের ছু উয়ান তিংয়ের দুঃখকে অনুভব করতে পারবেন। শুনুন তাহলে গান দুটি।

প্রিয় বন্ধুরা, এ দুটি গান শোনার পর আপনারা নিশ্চয়ই এখন ছু উয়ান তিং সম্পর্কে কিছুটা ধারণা করতে পেরেছেন? তাঁর গানে দুঃখের পাশাপাশি রয়েছে আরও বেশি আস্থা ও আশার বাণী। তিনি একজন একরোখা ও স্বাধীন মেয়ে। আশা করি আপনারা তাঁকে নিশ্চয়ই পছন্দ করবেন। এখন আপনারা শুনবেন তাঁর আরও দুটি সবচেয়ে বিখ্যাত গান, গান দুটির একট হলো 'এভরিথিং ইন দ্য ওয়ার্ল্ড' আরেকটি হলো 'আমার গানের আওয়াজে'। এ দুটি গানে আপনারা ছু উয়ান তিংয়ের আস্থা ও আশার কথা শুনবেন।

আপনারা পেইচিং থেকে প্রচারিত চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানে শুনছেন 'সুরের ধারায়'। আপনাদের সংগে আছি আমি লতা। যদি আরও সুন্দর সুন্দর গান শুনতে চান, তাহলে প্রতি সপ্তাহে আমাদের সংগীতানুষ্ঠান শুনুন। আজকের সুরের ধারায় সংগীতানুষ্ঠানের থিম হলো চীনের স্বাধীন গায়িকা ছু উয়ান তিং। এ পযর্ন্ত আমার তাঁর কয়েকটি সুন্দর সুন্দর গান শুনেছি। কেমন লাগল বন্ধুরা? এসব গান ছাড়া, জো চিয়ে লুন চীনের চলচ্চিত্রের জন্য থিম সংও লিখেছেন। তাদের মধ্যে সবচেয়ে বিখ্যাত গান হলো 'ড্রেন্চড'। এ গানটি হলো চীনের একটি খুবই জনপ্রিয় চলচ্চিত্র 'ছুন জিয়াও ও জি মিং' এর থিম সং। শুনুন গানটি।

প্রিয় বন্ধুরা, এখন আমরা অব্যাহতভাবে চীনের গায়িকা ছু উয়ান তিংয়ের কথা বলবো। আগে আমি বলেছি যে ছু উয়ান তিং ২০০০ সালে ক্যানাডায় গিয়েছেন। এখন তিনি চীনে ফিরে এসেছেন এবং চীনের পেইচিং ও শানহাই শহরে সংগীতানুষ্ঠান করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। সংগীতানুষ্ঠানে অবশ্যই তিনি এ দুটি গান গাইবেন। কারণ এ দুটি গান হলো তাঁর প্রতিনিধিত্বশীল রচনা। গানের নাম হলো 'তোমার তারকা' ও 'শামুক' । তাই এখন আমরা এ দুটি গান শুনবো।

আচ্ছা বন্ধুরা, আজকের সংগীতানুষ্ঠান এখানেই শেষ করছি। কি আরো গান শুনতে চান? তাহলে আজ নয়, আগামী সপ্তাহের 'সুরের ধারায়' আবার আপনাদের শোনাবো সুন্দর সুন্দর নতুন গান। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকুন। যাই চিয়ান।(লতা/আবাম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040