Web bengali.cri.cn   
লন্ডন অলিম্পিকে ৫ বাংলাদেশী ক্রীড়াবিদ, পতাকা বহন করবেন সাঁতারু সাগর
  2012-07-27 20:07:22  cri

লন্ডন অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করবেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর।

২৭ জুলাই শুরু হওয়া লন্ডন অলিম্পিকে অংশ নিচ্ছে বাংলাদেশের ১৫ সদস্যের ক্রীড়াদল। এদের মধ্যে রয়েছেন পাঁচ জন ক্রীড়াবিদ ও ১০ জন কর্মকর্তা।

লন্ডন অলিম্পিকে বাংলাদেশের পাঁচ ক্রীড়াবিদ হলেন, সাঁতারে মাহফিজুর রহমান সাগর, শ্যূটিংয়ে শারমিন আক্তার রত্না, অ্যাথলেটিকসে মোহন খান, আরচারিতে ইমদাদুল হক মিলন ও জিমন্যাস্টিকসে সাইক সিরাজ।

লন্ডন অলিম্পিকে মেয়েদের ১০ মিটার এয়ার রাইফেলে বাংলাদেশের ক্রীড়াবিদ শারমিন আক্তার রত্না।

অলিম্পিকে বাংলাদেশের পতাকা বহন করবেন সাঁতারু মাহফিজুর রহমান সাগর। শ্যূটার শারমিন আক্তার রত্না গত তিন মাস ধরে প্রশিক্ষণ নিয়েছেন লন্ডনে। তীরন্দাজ ইমদাদুল হক মিলন দেড় মাস প্রশিক্ষণ নিয়েছেন থাইল্যান্ডে। আর জিমন্যাস্ট সাইক সিরাজ প্রশিক্ষণ নিয়েছেন যুক্তরাষ্ট্রে।

লন্ডন অলিম্পিকে বাংলাদেশ দলের শেফ দ্য মিশন নুরুল ফজল বুলবুলের নেতৃত্বে গত ২২ জুলাই লন্ডন গেছে বাংলাদেশ অলিম্পিক দল।

লন্ডন অলিম্পিকে আরচারিতে বাংলাদেশের ক্রীড়াবিদ তীরন্দাজ ইমদাদুল হক মিলন (ডানে)।

আন্তর্জাতিক অলিম্পিক কমিটির আমন্ত্রণে লন্ডন অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে বর্তমানে লন্ডনে রয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনআ ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।

বাংলাদেশ ১৯৯৪ সাল থেকে অলিম্পকে অংশ নিলেও এ পর্যন্ত কোনো পদক পায়নি।

---মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040