Web bengali.cri.cn   
চীনের অলিম্পিক মশালবাহকরা লন্ডন অলিম্পিককে অভিনন্দন জানিয়েছেন
  2012-07-20 17:05:35  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, ৬ জুলাই ছিল লন্ডন অলিম্পিক গেমসের মশাল রীলের ৪৯তম দিন। চীনের বিখ্যাত অভিনেত্রী লি পিং পিংসহ বেশ কয়েক চীনা মশালবাহক ইংল্যান্ডের পূর্বাংশের এসেক্সে সেদিনের মশাল রীলে অংশ নিয়েছেন। তারা সবাই লন্ডন অলিম্পিক গেমসের সাফল্য কামনা করেছেন এবং আশা করেন যে, মশাল রীলের মাধ্যমে চীন ও বৃটেনের জনগণের বিনিময় ত্বরান্বিত হবে। এখন শুনুন বৃটেনে চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতা চাং চের পাঠানো একটি প্রতিবেদন।

এসেক্সে পেইচিং থেকে আসা চীনা মশালবাহক হোয়াং শাও ওনের সংগে আমাদের সংবাদদাতার সাক্ষাতের সময় তিনি তার স্ত্রীর সংগে টেলিফোনে কথা বলেছিলেন। ফোনে তিনি মশাল রীলেতে তার অংশ নেয়ার সময় তার স্ত্রীকে জানিয়ে দেন, যাতে তার আপনজনেরাও মশাল রীলের টেভি অনুষ্ঠান উপভোগ করতে পারেন। হোয়াং শাও ওন বলেন, তিনি প্রথমবারের মত অলিম্পিক গেমসের মশাল রীলেতে যোগ দিচ্ছেন। তার আপনজনেরাও এর জন্য গর্বিত। তিনি বলেন,

একজন চীনা হিসেবে অলিম্পিক গেমসের মশাল রীলেতে অংশ নেয়ার সুযোগ পেয়ে যে কেউ খুশী ও গর্বিত। পাশাপাশি এ তত্পরতার মাধ্যমে আমরা এবারের অলিম্পিক গেমসের সাফল্য কামনা করার সুযোগ পেয়েছি। আমি এও আশা করি যে, আমরা এ তত্পরতার মধ্য দিয়ে বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে মৈত্রীর কথা বিস্তার করবো এবং বিশ্বের সম্প্রীতি ও শান্তি ত্বরান্বিত করবো।

পেইচিং থেকে আসা শিল্প মহলের ছিয়াও সুং আমাদের সংবাদদাতাকে বলেন, লন্ডন অলিম্পিক গেমসের একজন মশালবাহক হিসেবে নির্বাচিত হওয়াটা তার শিল্পপ্রতিষ্ঠান ও নিজের অবদানের প্রতি সমাজের একটি স্বীকৃতিস্বরূপ। তিনি বলেন,

কোনো একটি কোম্পানি অলিম্পিক গেমসকে অর্থ দান করেছে বলে এ কোম্পানির একজন কর্মচারীকে মশালবাহক হওয়ার সুযোগ দেয়া হয় তা নয়। একজন লোক ও একটি কোম্পানি সমাজের জন্য কি কি অবদান রেখেছে, প্রধানত এ কথা বিবেচনা করে মশালবাকদের বেছে নেয়া হয়। একজন মশালবাহক নির্বাচিত হওয়ায় আমি সত্যিই মহাখুশী। কেন না, আপনি ও আপনার কোম্পানি যে কাজ করেছে, তা সমাজের স্বীকৃতি পেয়েছে। অন্যদিকে এ সুযোগ দিয়ে অলিম্পিক মনোভাব প্রসারিত করা যাবে।

লিউ ছিং নান একজন ছাত্রী। এবার শুনুন অলিম্পিক মশাল রীলে অংশ নেয়া সম্পর্কে তার অনুভুতি। তিনি বলেন,

আমার নাম লিউ ছিং নান। আমি হোপেই প্রদেশের রেন ছিউ শহরের একটি ছাত্রী। অচিরে আমি মাধ্যমিক স্কুলে পড়তে যাবো। ছোটবেলায় আমার চোখের ছানি হয়। ২০০৭ সালে আমার চোখের অপেরেশন করা হয়। তার কল্যানে আমি আবার দৃষ্টি ফিরে পেয়েছি। আমি সমাজের জন্য কিছু পুণ্য কাজ করতে চাই। আমি আশা করি, অন্য ছেলেমেয়েরাও আমার মতো সৌভাগ্যবান হবে। তারাও সকলের সাহায্য পাবে। আমি একজন স্বেচ্ছাসেবক হতে চাই, যাতে আমিও অন্যদেরকে সহায়তা করতে পারি।

চীনের প্রতিবন্ধী সমিতির স্বাস্থ্য উদ্ধার বিভাগের পরিচালক ইউ হুং প্রতিবন্ধীদের সেবার ক্ষেত্রে বিশিষ্ট অবদান রেখেছেন বলে পেইচিং অলিম্পক গেমসের পর দ্বিতীয়বারের মত মশালবাহক নির্বাচিত হন। তিনি বলেন অলিম্পিক মনোভাব প্রসারিত করা প্রত্যেক মশালবাহকের আশা আকাংক্ষা। তিনি বলেন,

২০০৮সালে পেইচিংয়ে অলিম্পিক গেমস অনুষ্ঠানের সময় আমি প্রথমবারের মত মশালবাহক নির্বাচিত হই। তখন অলিম্পক মনোভাবকে চীনের বিশাল মাটিতে এবং সারা বিশ্বে বিস্তার করার সুযোগ পেয়ে আমি গর্ববোধ করি।

চীনের বিখ্যাত অভিনেত্রী লি পিং পিং সম্প্রতিক বছরগুলোতে বরাবরই চীন ও ব্রিটেনের মধ্যকার সাংস্কৃতিক বিনিময়ের কাজে নিয়োজিত রয়েছেন। তিনি বলেন,

দুই দেশের সাংস্কৃতিক বিনিময়ের একজন দূত হিসেবে আমি খুব খুশী। এখন সারা বিশ্বের দৃষ্টি চীনের অর্থনীতি ও চীনের জীবনযাত্রার অবস্থার দিকে রয়েছে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040