Web bengali.cri.cn   
লন্ডন প্যারা অলিম্পিক-২০১২ এর চীনের ক্রিড়া প্রতিনিধি দল গঠিত
  2012-07-10 19:00:54  cri

জুলাই ১০: লন্ডন প্রতিবন্ধী অলিম্পিক গেমস-২০১২ তে অংশ গ্রহণের লক্ষ্যে চীনের ক্রিড়া প্রতিনিধি দল মঙ্গলবার গঠিত হয়েছে। চীনের প্রতিবন্ধী ফেডারেশনের চেয়ারম্যান, চীনের প্যারা অলিম্পিক কমিটির চেয়ারম্যান ওয়াং সিন সিয়ান প্রতিনিধি দলের প্রধান হয়েছেন।

প্রতিনিধি দলের মোট সদস্য সংখ্যা ৪১৪। এদের মধ্যে ২৮২ জন খেলোয়াড়। তাঁরা চীনের ৩০টি প্রদেশ, স্বায়ত্তশাসিত অঞ্চল আর কেন্দ্রশাসিত মহানগর থেকে এসেছেন। ১৩৪ জন খেলোয়াড় এই প্রথম বারের মতো প্যারা অলিম্পিকে অংশ নিচ্ছেন। তা খেলোয়াড়দের মোট সংখ্যার ৪৭ শতাংশ। তাদের মধ্যে পাঁচ জন ফুটবল, দৃষ্টি প্রতিবন্ধীদের ক্রিকেট, নারীদের হুইলচেয়ার বাস্কেটবল, পুরুষদের বসা স্টাইল ভলিবলসহ এ চারটি দলগত ইভেন্টে প্রথম বারের মতো বাছাইপর্বের খেলা পার হয়ে প্যারা অলিম্পিকে অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছেন।

১৪তম গ্রীষ্মকালীন প্যারা অলিম্পিক অর্থাত্ লন্ডন প্যারা অলিম্পিক চলতি বছরের ২৯ আগস্ট থেকে শুরু হয়ে ৯ সেপ্টেম্বর পর্যন্ত বৃটেনের লন্ডনে অনুষ্ঠিত হবে। লন্ডন প্যারা অলিম্পিকে দৃষ্টি প্রতিবন্ধী, দৈহিক প্রতিবন্ধী আর মেধা প্রতিবন্ধী এ তিন বিভাগের প্রতিযোগিতা অন্তর্ভুক্ত থাকবে। (ইয়ু/শান্তা)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040