Web bengali.cri.cn   
মানুষকে সম্মান দিতে শিখা উচিত
  2012-09-05 22:09:24  cri
আজকে আমি যে গল্প আপনাদেরকে শোনাবো তা নিউইয়ার্কের ম্যানহাটনে সংঘটিত একটি বাস্তব গল্প।

এক দিন একজন মধ্য বয়সী মহিলা তার ছেলেকে নিয়ে যুক্তরাষ্ট্রের বিখ্যাত শিল্প প্রতিষ্ঠান--- কলোসাস গোষ্ঠির ভবনের সামনে এসে পড়লেন। তারা দু'জন একটি লম্বা চেয়ারে বসলেন।এই মহিলা যেন তার ছেলেকে কিছু বলছিলেন । দেখতে মনে হয় তার ছেলের ওপর তিনি খুব রেগে গেছেন। অদূরে একজন চুল-পাকা বুড়ো লোক কাঁচি দিয়ে গাছপালা কাটতে ব্যস্ত ছিল ।

হঠাত মহিলাটি তার ব্যাগ থেকে একটি সাদা টিশু কাগজ বের করলেন। তারপর তিনি এই কাগজ ঔ বুড়ো লোকের সদ্য কাটা ছোট গাছপালার ওপর আড়ছে ফেললেন। বুড়ো লোকটি অবাক হয়ে মধ্য বয়সী মহিলার দিকে এক ঝলক তাকলেন। মধ্য বয়সী মহিলাটি উদাসীন চাউনিতে বুড়ো লোকের দিকে তাকলেন। বুড়ো লোকটি কোনো কথা না বলে এই কাগজ তুলে নিয়ে পাশের একটি আবর্জনা বাক্সে ফেলে দিলেন।

কয়েক মিনিট পর এই মধ্য বয়সী মহিলা আরেক বার তার ব্যাগ থেকে এক গুচ্ছ কাগজ বের করে মাটিতে ফেলে দিলেন। বুড়ো লোকটি মহিলার সামনে এসে কাগজ তুলে নিয়ে আবার আবর্জনার বাক্সে ফেলে দিলেন । তারপর বুড়ো লোকটি তার কাজ আবার শুরু করলেন। আশ্চর্য ব্যাপার হল, যখন বুড়ো লোকটি আবার কাঁচি হাতে তুলে নেন তখন মহিলাটি তৃতীয় বার কাগজের গুচ্ছ বুড়ো লোকের সামনে নিক্ষেপ করলেন। তার পর চতুর্থ পঞ্চম বার----। কিন্তু বুড়ো লোকটির মুখে এ মহিলার আচরণের কারণে কোন বিরক্তি ও অসন্তুষ্ট ভাব ফুটে উঠেনি ।

'তুমি দেখেছ ," মহিলাটি বুড়ো লোকের দিকে আঙ্গুল দিয়ে তাঁর ছেলেকে বললেন। ' আমি তোমাকে জানাতে চাই, যদি তুমি নিষ্ঠার সঙ্গে পড়াশুনা না করো তাহলে ভবিষ্যতে তুমি এই বুড়োমালির মতো হবে। তোমাকে এ ধরনের নিম্ন শ্রেণীর কাজ করতে হবে। "

ঠিক সে সময় বুড়ো লোকটি তাঁর হাতের কাঁচি রেখে মধ্য বয়সী মহিলার দিকে এসে বললেন, " মাদাম. এটা কলোসাস গোষ্ঠির ব্যক্তিগত উদ্যান। নিয়ম অনুযায়ী কেবল এই গোষ্ঠির কর্মচারিরা এখানে প্রবেশ করতে পারেন।"

'অবশ্যই আমি জানি, আমি কলোসাস গোষ্ঠির অধীনে একটি শাখা কোম্পানির একটি বিভাগের ব্যবস্থাপক। আমার অফিস এই ভবনে।" মধ্য বয়সী মহিলা অহংকারী গলায় বললেন। এর সঙ্গে সঙ্গে তিনি পকেট থেকে তাঁর পরিচয় কার্ড বের করলেন বুড়ো লোককে দেখানোর জন্য।

' আমি কি আপনার সেলফোন ব্যবহার করতে পারি" বুড়ো লোকটি বিনয়ের সঙ্গে জিজ্ঞেস করলেন।

অনিচ্ছাকৃতভাবে তাঁর সেলফোন বুড়ো লোককে দেওয়ার সঙ্গে সঙ্গে তার ছেলেকে বললেন, " তুমি দেখেছ, এ সব গরীব লোকের কি রকম অবস্থা? এত বেশি বয়স হলেও তার একটি সেলফোন পযর্ন্ত কেনার ক্ষমতা নেই। সুতরাং তোমাকে মন দিয়ে পড়াশুনা করতে হবে।

বুড়ো লোকটি সেলফোন মধ্য বয়সী মহিলাকে ফেরত দিলেন। একটু পরে একজন ভদ্র লোক তাড়াহুড়া করে আসলেন। তিনি অত্যন্ত সশ্রদ্ধভাবে বুড়ো লোকের সামনে দাঁড়িয়ে ছিলেন। বুড়োলোক এই ভদ্র লোককে বললেন, " আমি এখন তোমাকে এই মাদামকে কলোসাস গোষ্ঠি থেকে বরখাস্ত করার প্রস্তাব করছি।"

"জি স্যার, আমি এখনই এর ব্যবস্থা করতে যাছি'। ভদ্র লোকটি বললেন।

বুড়ো লোকটি এই ছোট ছেলের কাছে এসে তার মাথায় হাত বুলিয়ে বললেন, "আমি আশা করি, তোমাকে একটি যুক্তি বুঝতে হবে: এই পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হল প্রত্যেক মানুষকে সম্মান দিতে শিক্ষা করা'। কথা শেষ হওয়ার পর তিনি আস্তে আস্তে চলে গেলেন।

মধ্য বয়সী মহিলা হতভম্ব হয়ে একটা কথাও বলতে পারেন না। এই ভদ্র লোকের সঙ্গে তাঁর পরিচয় আছে। তিনি হলেন কলোসাস গোষ্ঠিরের পার্সোনেল ব্যবস্থাপনা বিভাগের একজন উচ্চ পদস্থ ব্যবস্থাপক। মধ্য বয়সী মহিলা এই ভদ্র লোককে জিজ্ঞেস করলেন, " আপনি কেন এই বুড়ো মালিকে এত সম্মান দেন?"

"আপনি কি বলছেন, বুড়োমালি? মানে ? উনি হলেন গোষ্ঠির সি ই ও মি: জেমস।"

মধ্য বয়সী মহিলা সঙ্গে সঙ্গে চেয়ারে পড়ে গেলেন।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040