Web bengali.cri.cn   
দি পিয়ানো ইন অ্য ফ্যাক্টরি
  2012-06-14 16:37:27  cri

প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমি চীনের যে চলচ্চিত্রের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই সেটির নাম হলো 'the piano in a factory - দি পিয়ানো ইন অ্য ফ্যাক্টরি'। এটি ২০১১ সালে চীনের সবচেয়ে জনপ্রিয় চলচ্চিত্র বলে পরিচিত।

এখন আমি আপনাদের কাছে এ চলচ্চিত্রের প্রধান বিষয় সম্পর্কে বলবো।

গত নব্বইয়ের দশকের প্রথম দিকে উত্তরপূর্ব চীনের একটি শিল্পশহরে ঘটা ঘটনাকে উপজীব্য করে এ চলচ্চিত্রটি তৈরি করা হয়েছে। ছেন কুই লিন নামে একজন পুরুষ আগে একটি ইস্পাত কারখানায় চাকরি করতেন। কর্মচ্যুত হওয়ার পর জীবিকার জন্য তিনি একটি ব্যান্ড সঙ্গীত দল গঠন করেন। প্রতিদিন সঙ্গীত দল বিবাহ এবং শেষকৃত্য সম্পর্কিত নানা ধরনের অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে।

প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন সেটি হলো এ চলচ্চিত্রের শুরুতে একজনের অন্তেষ্টিক্রিয়া অনুষ্ঠানে এ সঙ্গীত দল পরিবেশিত রাশিয়ার একটি বিখ্যাত সঙ্গীত 'troika - ট্রোইকা'।

ছেন কুই লিনের স্ত্রী সিও চুই জীবনের দায়িত্ব ও কর্তব্যের কথা ভুলে একজন ধনী ব্যবসায়ীর সঙ্গে বিবাহ-বহির্ভূত প্রেমের সম্পর্কেে জড়িয়ে পড়েন। তারপর সিও চুই স্বামী ছেন কুই লিনের কাছে বিবাহবিচ্ছেদের অনুরোধ জানান। তা ছাড়া, সিও চুই তাঁদের একমাত্র কন্যা সিও ইউয়ানের অভিভাবকত্ব চান। সিও ইউয়ান পিয়ানো বাজাতে পছন্দ করে। দম্পতির মধ্যে কে মেয়েকে একটি পিয়ানো দিতে পারেন তা মেয়ের অভিভাবকত্বের অধিকার পাওয়ার একটি মূল শর্ত হয়। ছেন কুই লিন মেয়েকে একজন শ্রেষ্ঠ পিয়ানো বাদকের কাছে প্রশিক্ষণ গ্রহণ করাতে চান। মেয়ের অভিভাবকত্ব পাওয়ার জন্য তিনি নানা ধরনের চাপ সহ্য করে মেয়েকে একটি পিয়ানো কিনে দেওয়ার টাকা সংগ্রহ করার চেষ্টা করেন। অনেকভাবে ব্যর্থ হওয়ার পর তিনি ঝুঁকি নেওয়ার সিদ্ধান্ত নেন। তিনি ইস্পাত কারখানার বন্ধুদের সঙ্গে মিলে রাতে একটি স্কুলের পিয়ানো চুরি করেন।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040