Web bengali.cri.cn   
আমার কুকুরের কাছে দেয়া দশটি প্রতিশ্রুতি
  2012-06-07 19:13:11  cri

কুকুর মানবজাতির বন্ধু। চীনে জনগণের জীবন যাত্রার মান উন্নত হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের দেশের অনেক পরিবার পোষা প্রাণী হিসেবে কুকুর পালন করে । দিন দিনে কুকুর পরিবারের এক অপরিহার্য সদস্য হয়ে উঠছে। আজকের আলো-ছায়া অনুষ্ঠানে আমি জাপানের একটি আবেগঘন মুভির সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। এ মুভির নাম হলো 'ten promises to my dog'।

'ten promises to my dog' হলো কুকুরের জন্য মালিকের দেওয়া দশটি প্রতিশ্রুতি। বিংশ শতাব্দীর ৯০য়ের দশক থেকে এ দশটি অনুরোধ ইন্টারনেটে ধীরে ধীরে ছড়িয়ে পড়তে শুরু করে। প্রথমে ইউরোপ ও যুক্তরাষ্ট্রে, তারপর জাপানে ছড়িয়ে পড়ে। এ দশটি প্রতিশ্রুতি বা অনুরোধ কুকুর পালনকারীদের মধ্যে খুব জনপ্রিয়। খুশি বা নিঃসঙ্গ বোধ করলে কুকুর শান্তভাবে মালিকের পাশে থাকে। যদি কুকুর কথা বলতে পারতো, তাহলে সে কি কি কথা বলতে চাইতো? যদি কুকুরের কোনো নিজস্ব ইচ্ছা থাকে তাহলে তার ইচ্ছাগুলো কী রকম হবে? দশটি প্রতিশ্রুতির সহজ বাক্যগুলো উষ্ণতা ও গভীরতায় ভরপুর। এসব কথা অবচেতনভাবে মানুষের মনের সবচেয়ে কোমল জায়গায় স্পর্শ করতে সক্ষম।

প্রিয় শ্রোতা, এখন আমি আপনাদের জন্য 'ten promises to my dog', অর্থাত্ 'আমার কুকুরের কাছে দেয়া দশটি প্রতিশ্রুতি' নামের মুভিটির প্রধান বিষয় একটু ব্যাখ্যা করবো।

1 2 3 4 5
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040