Web bengali.cri.cn   
সাংহাই বিশ্ব মেলার অনুসৃত মিত্যব্যয়ী নীতি
  2010-02-24 13:50:02  cri
চীন সাংহাই বিশ্ব মেলার স্বাগতিক দেশ। প্রাচ্যের মুকুট শিরোনামে চীন ভবনের নির্মাণকাজ ৮ ফেব্রুয়ারী শেষ হয়েছে

কয়েক বছর আগে সাংহাই বিশ্ব মেলা উদ্যানের নির্মাণকাজ যখন শুরু হয় তখন থেকেই মিত্যব্যয়ী নীতি নিষ্ঠার সংগে অনুসরণ করা হয়েছে ।সাংহাই বিশ্ব মেলার উদ্বোধনের দিন ঘনিয়ে আসছে। এখন মিত্যব্যয়ী নীতির ওপর আরো বেশী গুরুত্ব দেয়া হচ্ছে

সম্প্রতি চীন ভবনের শ্রমিক ও প্রকৌশলীরা যখন তাদের অস্থায়ী কাঁচাবাড়ি থেকে সরে যাচিছলেন তখন পুনরায় ব্যবহার করা যায় এমন সব পুরনো জিনিসপত্র সংশ্লিষ্ট সরকারী বিভাগের কাছে ফেরত দিয়েছেন ।

জানা গেছে , শুধু চীন ভবনের নির্মাণকাজের প্রক্রিয়ায় নয় ,সাংহাই বিশ্ব মেলার উদ্বোধন অনুষ্ঠানের আয়োজনও করা হচ্ছে মিত্যব্যয়ী নীতির ভিত্তিতে । প্রথম দিকে হুয়াংপু নদীর বুকের ওপর মঞ্চ এবং নদীর দু'তীরে গ্যালারি নির্মাণের যে পরিকল্পনা তৈরী করা হয়েছিল পরে তা অতি ব্যয়বহুল বলে বাতিল করা হয়েছে ।

সাংহাইয়ে বিশ্ব মেলা অনুষ্ঠানের অধিকার পাওয়ার পরবর্তী সাত বছরে সফল , চিত্তাকর্ষক আর অবিস্মরণীয় বিশ্ব মেলা অনুষ্ঠানের লক্ষ্য সামনে রেখে সাংহাই গণ সরকার মিত্যব্যয়ী নীতি অনুসরণ করে বেশ কয়েকটি অসমীচিন প্রকল্প বাতিল করেছে ।

সাংহাই বিশ্ব মেলা উদ্যানের আয়তন ৫.২৮ বর্গকিলোমিটার । আয়তনের দিক থেকে এটা বিশ্ব মেলার ইতিহাসে একটি নতুন রেকর্ড । জানা গেছে , ২৪২টি দেশ ও আন্তর্জাতিক সংস্থা সাংহাই বিশ্ব মেলায় যোগ দেবে । দর্শকদের সংখ্যা আনুমানিক ৭ কোটিও বিশ্ব মেলার ইতিহাসে একটি সর্বোচ্চ রেকর্ড ।

সাংহাই বিশ্ব মেলার স্থায়ী ও অস্থায়ী প্রদর্শনী ভবন নির্মিত হয়েছে পরিবেশ রক্ষা ,শক্তি সাশ্রয়ী ও টেকসই উন্নয়নের নীতি অনুসরণ করে ।

সাংহাই বিশ্ব মেলার দর্শকদের সুবিধার জন্য সাংহাইয়ে নজিরবিহীন বুনিয়াদী নির্মানকাজ চালানো হচ্ছে । সাংহাইয়ের কেন্দ্রস্থলে যেখানে বিশ্ব মেলা উদ্যান তৈরী হচ্ছে আগে সেখানে ছিল প্রচুর পুরনো কাঁচাবাড়ি এবং সেখানে প্রায় ১৮ হাজার নাগরিক থাকতেন । এখন তাঁরা সবাই নতুন আবাসিক এলাকায় নতুন ফ্ল্যাটে উঠেছেন । বিশ্ব মেলা উদ্যানে সে সব ইমারত ও কারখানার ওয়ার্কসব ঐতিহাসিক মূল্যের অধিকারী যতদূর সম্ভব সেগুলোও সংরক্ষিত রাখা হয়েছে । বিশ্ব মেলা উদ্যানের প্রদর্শনী ভবন ও অট্টালিকাগুলোর মোট আয়তন ২০ লাখ বর্গমিটার । এর এক ষষ্ঠাংশই পুরনো বা নতুন করে মেরামত করা ইতিহাস –সমৃদ্ধ অট্টালিকা।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040