|
||||||||||||||||||||||||||||
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সাংহাই গণ সরকারের উপমহাসচিব ও সাংহাই বিশ্ব মেলার সমন্বয় বিভাগের পরিচালক হংহাও এ কথা বলেছেন।
তিনি আরো বলেন , আমি মনে করি , শুধু সাংহাই একা নয় , বিস্তীর্ন ইয়াংসিনদী বদ্বীপই সাংহাই বিশ্ব মেলার উদ্যোক্তা ।
বস্তুত:সাংহাই বিশ্ব মেলা একটি বহুমুখী প্রকল্প , পর্যটন, জনশক্তি, অবকাঠামো নির্মান এবং পরিসেবার ক্ষেত্রে সাংহাই বিশ্ব মেলা ইয়াংসি নদী বদ্বীপের সমৃদ্ধ সম্পদ কাজে লাগানোর পথ সুগম করবে ।
পর্যটনের কথা ধরা যাক । যে সাত কোটি লোক এ মেলা দেখতে আসবেন তাদের শতকরা ৩০থেকে ৫০ভাগ লোক মেলা দেখার পর সাংহাইয়ের আশেপাশের দর্শনীয় স্থান ভ্রমন করতে পারবেন ।কাজেই ইয়াংসি নদী বদ্বীপের পর্যটন শিল্পের আয় বহুলাংশ বৃদ্ধি পাবে ।
জানা গেছে , চীনের জাতীয় পর্যটন ব্যুরো সাংহাই বিশ্ব মেলা বিষয়ক কর্মগ্রুপ গঠন করেছে এবং ইয়াংসি নদী বদ্বীপের বিভিন্ন শহরের পর্যটন শিল্প সমন্বয় জোরদারের পদক্ষেপ নিচ্ছে।
পরিচালক হং হাও সাংবাদিকদের জানান , সাংহাই গণ সরকার চিয়াংসু ও চেচিয়াং প্রদেশ সহ অনেক প্রদেশকে যার যার বৈশিষ্ট্য প্রদর্শনের পর্যাপ্ত সুযোগ সৃষ্টি করেছে। বিভিন্ন প্রদেশের প্রদর্শনীকক্ষের আয়তন প্রায় ছশ' বর্গমিটার ।তাদের তিরিশটি দৃষ্টান্তমূলক স্থাপনা সাংহাই বিশ্ব মেলায় স্থান পাবে ।
ইয়াংসি নদী বদ্বীপ চীনের একটি শিল্পোন্নত অঞ্চল ।সেখানে বহু বিখ্যাত শিল্প প্রতিষ্ঠানের জন্ম হয়েছে ।সাংহাই বিশ্ব মেলার ফুসি বাগানে নির্মিত ১৬টি ভবনে ইয়াংসি নদী বদ্বীপের খ্যাতনামা শিল্প প্রতিষ্ঠানের সাফল্য প্রদর্শনের সুযোগ পাওয়া যাবে।
সাংহাই বিশ্ব মেলা চলাকালে ধারাবাহিক ফোরামের আয়োজন করা হবে । সাংহাইয়ের হোটেলের খাট সংখ্যা সীমিত বলে সাংহাই গণ সরকার ইয়াংসিনদী বদ্বীপের বড় বড় শহরের গণ সরকারকে কিছু ফোরাম আয়োজনের দায়িত্ব গ্রহণের অনুরোধ করেছে এবং এ ব্যাপারে অনুকূল সাড়া পাওয়া গেছে ।


| © China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |