v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিব্বতে নয়া চীন প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী অনুষ্ঠানের আয়োজন
2009-09-30 18:51:20

৩০ সেপ্টেম্বর সকালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল চীন গণ প্রজাতন্ত্র প্রতিষ্ঠার ৬০তম বার্ষিকী উদযাপনী সম্মেলন লাসায় আয়োজন করেছে। তিব্বতের বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা, ধর্ম, সেনাবাহিনী, কৃষক ও পশুপালক আর ছাত্রছাত্রীদের প্রতিনিধিগণ যথাক্রমে বক্তৃতা করে স্বদেশের প্রতি তাদের ভালোবাসা ও শুভেচ্ছা প্রকাশ করেছেন।

লাসা শহরের তুইলোংছিং জেলার লিউ উ থানার লিউ উ গ্রামের দাওয়া জাং পো তিব্বতের ব্যাপক কৃষক ও পশুপালকের প্রতিনিধি হিসেবে ভাষণ দিয়েছেন। তিনি আবেগপূর্ণ কণ্ঠে বলেন, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে তাঁর বাবা-মা কৃতদাসের বদলে দেশের মালিকে পরিণত হয়েছেন। তাঁর সন্তান বিনা খরচে স্কুলে লেখাপড়া করতে পেরেছে। পরিবারের সদস্য অসুস্থ হলে সরকারী চিকিত্সা নিশ্চয়তা বিধান ব্যবস্থা উপভোগ করেন। তিনি মনে করেন, কমিউনিস্ট পার্টি ও সরকারের প্রতি কৃতজ্ঞতার কথা বলতে গেলে তিন দিন তিন রাতেও শেষ হবে না। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China