তিব্বতের গণতান্ত্রিক সংস্কার চালু করার ৫০ বছর বার্ষিকী উপলক্ষে চীনের তিব্বত বিদ্যা গবেষণা কেন্দ্র ৩০ মার্চ এই প্রথম 'তিব্বতের আর্থ-সামাজিক উন্নয়ন রিপোর্ট' প্রকাশ এবং তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের পর্যালোচনা ও সারসংকলন করেছে।
রিপোর্টে উল্লেখ করা হয়েছে, বর্তমান তিব্বতের জিডিপির উল্লম্ফন উন্নয়ন হওয়ার পাশাপাশি স্থানীয় শিল্প কাঠামোরও ব্যাপক পরিবর্তন হয়েছে। তিব্বতের মানবজাতি উন্নয়নের সূচনার সংশ্লিষ্ট বিষয়ের ওপর গবেষণার মাধ্যমে জানা গেছে যে, তিব্বতের স্থানীয় অর্থনীতির উচ্চ প্রবৃদ্ধির সঙ্গে সঙ্গে তিব্বতের অধিবাসীরা, বিশেষ করে তিব্বতী জাতির অধিবাসীদের জনসংখ্যা বৃদ্ধি, মাথাপিছু জিডিপি, গড়পরতা আনুমানিক আয়ু, শিক্ষা গ্রহণের মাত্রাসহ মানবজাতি উন্নয়নের গুরুত্বপূর্ণ সূচনাগুলোর বিপ্লবী পরিবর্তন হয়েছে।
পরবর্তী কয়েক বছর কেন্দ্রীয় সরকার তিব্বতে বিনিয়োগের মাত্রা ও স্থানান্তরিত ব্যয়ের ক্ষমতা জোরদার করার সঙ্গে সঙ্গে কৃষক ও পশুপালকদের আয় আরো বৃদ্ধি পাবে। তিব্বতের অধিবাসীদের পণ্যভোগের নতুন চাহিদা সৃষ্টি হবে। তিব্বতের অর্থনীতি আরো সুষ্ঠু ও দ্রুত উন্নয়নের সম্ভাবনা রয়েছে। (ইয়ু কুয়াং ইউয়ে) |