ছিয়াংবা পুনকোগ ভাষণ দিচ্ছেন
তিব্বতের দশ লাখ কৃতদাসের মুক্তি দিবস উদযাপনী সভা ২৮ মার্চ সকালে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসায় অনুষ্ঠিত হয়েছে। সকাল দশটায় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান ছিয়াংবা পুনকোগ সভার উদ্বোধন ঘোষণা করেন।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চীনের কমিউনিস্ট পার্টির কমিটির সম্পাদক চাং ছিং লি সভায় দেয়া ভাষণে বলেছেন, তিব্বতের গণতান্ত্রিক সংস্কার হচ্ছে বিশ্বের দাস ব্যবস্থা বাতিল আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, আন্তর্জাতিক মানবাধিকার ব্রতের গুরুত্বপূর্ণ অগ্রগতি এবং বিশ্বের গণতন্ত্র, মুক্তি ও মানবাধিকার ব্রতের প্রতি চীনের মহান অবদান।
১৯৫৯ সালের ২৮ মার্চ চীন তিব্বতে গণতান্ত্রিক সংস্কার চালু করে এবং পুরোনো তিব্বতের রাজনীতি ও ধর্মের যৌথ শাসনের সামন্ততান্ত্রিক কৃতদাস প্রথা বাতিল করে। তিব্বতের দশ লাখ কৃতদাস তখন থেকেই মুক্তি পেয়েছে। এ বছরের জানুয়ারী মাসে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের আইন প্রণয়ন সংস্থা প্রতি বছরের ২৮ মার্চকে তিব্বতের দশ লাখ কৃতদাসের মুক্তি দিবস হিসেবে নির্ধারণের সিদ্ধান্ত নেয়।
চাং ছিং লি বলেন, গত ৫০ বছরে তিব্বতের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতিসহ নানা ক্ষেত্রে বিশ্বকে তাক লাগানো সাফল্য অর্জিত হয়েছে। তিনি বলেন, চীন অব্যাহতভাবে তিব্বতের অর্থনীতির উল্লম্ফন উন্নয়ন ত্বরান্বিত করবে, জনগণের জীবনযাপনের মান উন্নয়নকে কেন্দ্র করে সমাজ গঠন করবে এবং দেশের নিরাপত্তা ও তিব্বতের স্থিতিশীলতা রক্ষা করবে।
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বিভিন্ন জাতি ও বিভিন্ন সম্প্রদায়ের ১৩ হাজার প্রতিনিধি উদযাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। (ইয়ু কুয়াং ইউয়ে) |