'তিব্বতের লাখ লাখ কৃতদাসের মুক্তি দিবস' উপলক্ষ্যে চীনের পার্টি ও রাষ্ট্রীয় নেতা হু চিন থাও, উ পাং কুও, ওয়েন চিয়া পাও, চিয়া ছিং লিন, লি ছাং ছুন, সি চিন পিং, লি কে ছিয়াং, হো কুও ছিয়াং ও চৌ ইয়োং খাং সম্প্রতি পৃথক পৃথকভাবে পেইচিং জাতীয় সংস্কৃতি ভবনে আয়োজিত 'তিব্বতের গণতান্ত্রিক সংস্কারের ৫০ বছর' সংক্রান্ত একটি প্রদর্শনী পরিদর্শন করেছেন।
প্রদর্শনী দেখার সময় হু চিন থাও উল্লেখ করেন, ৫০ বছর আগে তিব্বতে কার্যকর গণতান্ত্রিক সংস্কার হচ্ছে তিব্বতের ইতিহাসে সবচেয়ে ব্যাপক, গভীর ও অগ্রগতিশীল সামাজিক সংস্কার এবং বিশ্বের মানবাধিকার ব্রতে চীনা জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান। গণতান্ত্রিক সংস্কার চালু হওয়ার পর তিব্বতের আকাশ পাতাল পরিবর্তনে প্রমাণিত হয়েছে, কেবল চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বে এবং সমাজতান্ত্রিক স্বদেশের পরিবারে তিব্বতের আর্থ-সামাজিক উন্নয়ন বাস্তবায়ন করা সম্ভব। তিব্বতের বিভিন্ন জাতির জনগণ সারা চীনের বিভিন্ন জাতির জনগণের সঙ্গে দেশের মালিকে পরিণত হয়ে একসাথে সুখ ও শান্তিময় জীবন সৃষ্টি ও উপভোগ করতে পারেন।
হু চিন থাও জোর দিয়ে বলেছেন, তিব্বতের আজকের সুষ্ঠু পরিস্থিতি সহজ অর্জিত হয় নি, ফলে এর প্রতি আরো বেশি মূল্য দেয়া উচিত। চীনের নিজস্ব বৈশিষ্ট্যের সমাজতান্ত্রিক মহান পতাকাকে সমুন্নত রেখে অবিচলভাবে চীন ও তিব্বতের বৈশিষ্ট্যের সঙ্গে সংগতিপূর্ণ উন্নয়নের পথে এগিয়ে যেতে হবে। তিব্বতের অর্থনৈতিক উন্নয়নের পদক্ষেপ আরো দ্রুততর করতে হবে। বিভিন্ন জাতির জনগণ বিশেষ করে কৃষক ও পশুপালকদের উত্পাদন ও জীবনযাপনের মান উন্নয়ন করতে হবে। তিব্বতের মৌলিক স্থিতিশীলতা থেকে দীর্ঘকালীণ সুশৃঙ্খলা ও শান্তি বাস্তবায়নের বিষয়টি ত্বরান্বিত করতে হবে। সংহতি, গণতন্ত্র, সমৃদ্ধি ও সুষম নতুন সমাজতান্ত্রিক তিব্বত নির্মাণের পথে বলিষ্ঠ পদক্ষেপ নিতে হবে। তিব্বতের আরো সুন্দর ভবিষ্যত সৃষ্টি করতে হবে। (ইয়ু কুয়াং ইউয়ে) |