v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিব্বতীদের পোশাক-৬
2009-03-25 21:06:33
তিব্বতীরা যে নানা ধরনের টুপি পরে সেগুলোর মধ্যে পশমী বস্ত্রের টুপি, শিয়ালের চামড়ার টুপি ও রেশমী বস্ত্রের টুপি বিষেশভাবে উল্লেখযোগ্য ।

পশমী বস্ত্রের টুপি তিব্বতীদের সবচেযে পুরানো টুপি। এ টুপি সাদা পশমী বস্ত্র দিয়ে তৈরী বলে সহজে বৃষ্টিতে ভিজে যায় না এবং তীব্র শীত থেকে মাথা রক্ষা করতে পারে । এ টুপির বহির্ভাগে সাদা সূতি কাপড় লাগানো হয় বলে তার উপর থেকে প্রচণ্ড রোদ প্রতিহত হয় ,কাজেই গ্রীষ্মকালে এ টুপি পরলে মাথা ঘেমে যায় না । এ টুপির গোলাকার প্রান্তে কালো কাপড়ের পাড় যুক্ত হয় । এর ত্রিকোণা শিরোভাগ দেখতে মোনিং গ্লোরি ফুলের মত ।

শিয়ালের চামড়ার টুপি তিব্বতের চারনভূমির পশু পালকদের বিশেষ উপযোগী । এর সম্মুখভাগে ঢাকা পড়ে পশু পালকদের ভুরু, পিছনভাগ জামার কলারের সংগে সংলগ্ন । পার্শ্ববতী দুভাগে কান দু'টি আবৃত হয় । প্রয়োজনে কাঁধকেও ঢেকে রাখা যায় । গরম হলে টুপির পার্শ্ববতী ভাগ পাকিয়ে নিলে নিম্নভাগের লোমশ প্রান্ত উন্মুক্ত হয়,।পিছনভাগ খোলা থাকে , দু' পাশে একটি করে রঙীন ফিতা বাঁধা হয় । শিয়ালের চামড়ার টুপির শিরোভাগ দু'ধরণের । ত্রিকোণা ও গোলাকার । ত্রিকোণা শিরোভাগ তিরিশ সেন্টিমিটার লম্বা এবং তা রেশমী কাপড় দিয়ে বানানো হয় । গোলাকার শিরোভাগ ভাঁজ করা রেশমী কাপড় দিয়ে বানানো হয়।

আবালবৃদ্ধ বনিতা নির্বিশেষে তিব্বতের সকলেই জিনহুয়া নামক টুপি পরতে পছন্দ করে । জিনহুয়া টুপি পশমী বস্ত্র বা চামড়া দিয়ে তৈরী হয় , তার সজ্জা হিসেবে যে সোনালী ফিতা যুক্ত হয় তা রোদে চকচক করে ।

গ্রীষ্মকালে তিব্বতী মেয়েরা গেসাংসিইউ নামক টুপি পরে । এ টুপি দেখতে ধুচুনির মত । চারটি বাঁশের ফালি ,গাছের ডাল বা কাঠি দিয়ে যে এর কাঠামো তৈরী হয় তার সংগে সেলাই করা হয় কালো সূতী কাপড় বা রেশমী কাপড় । এর অর্ধচন্দ্রাকার ধার রোদের দাপট থেকে কপালকে রক্ষা করে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China