ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এরিক চেভালিয়ার ১৩ মার্চ পুনরায় ঘোষণা করেছেন, ফ্রান্স 'তিব্বতের স্বাধীনতা' সমর্থন করে না। সিনহুয়া বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
চেভালিয়ার বলেছেন, ফ্রান্সের অবস্থানের কোনো পরিবর্তন হয় নি। ফ্রান্স চীনের ভূভাগের অখন্ডতা সমর্থন করে এবং বিচ্ছিন্নতাবাদী ও তিব্বতের স্বাধীনতা গ্রহণ করে না। তবে তিনি আরো বলেছেন, ফ্রান্স তিব্বতের ধর্মীয় ও সাংস্কৃতিক মুক্তির ওপর সজাগ দৃষ্টি রাখে।
একই দিন চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ফ্রান্সের 'লে ফিগারো' পত্রিকার সংবাদদাতার প্রশ্নের উত্তর দেয়ার সময় বলেছেন, চীন আশা করে, ফ্রান্স তিব্বত সমস্যায় নিজে মনোভাব স্পষ্ট করবে এবং চীন ও ফ্রান্সের সম্পর্ককে যত তাড়াতাড়ি সম্ভব পুনরুদ্ধার ত্বরান্বিত করবে। এটা কেবল চীন ও ফ্রান্সের স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ তা নয়, বরং চীন ও ইউরোপের স্বার্থের সঙ্গেও সংগতিপূর্ণ। (ইয়ু কুয়াং ইউয়ে) |