v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের গণ কংগ্রেস ইউরোপের পার্লামেন্টের তিব্বত সংক্রান্ত প্রস্তাবের তীব্র বিরোধিতা করে
2009-03-14 20:27:55

   ইউরোপের পার্লামেন্ট সম্প্রতি যে তিব্বত সংক্রান্ত একটি প্রস্তাব গ্রহণ করেছে, চীনের জাতীয় গণ কংগ্রেসের বিদেশ বিষয়ক কমিটি তার তীব্র বিরোধিতা করে। ১৩ মার্চ এ কমিটি'র একজন দায়িত্বশীল ব্যক্তি এ কথা জানান।

    তিনি আরো বলেন, ১২ মার্চ চীনের বিরোধিতা উপেক্ষা করে ইউরোপ পার্লামেন্ট তিব্বত সংক্রান্ত প্রস্তাব গ্রহণ করেছে। এ প্রস্তাব দালাই'র দেশকে বিভক্তকরণের প্রচেষ্টাকে সমর্থন করে চীনের অভ্যন্তরিন ব্যাপারে হস্তক্ষেপ করেছে এবং চীন-ইউরোপ সম্পর্ক বিপন্নন করেছে। এ আচরণ চীনা জনগণের অনুভূতিতে আঘাত দিয়েছে।

    তিনি আরো বলেন, দালাইয়ের সঙ্গে দ্বন্দ্ব জাতি, ধর্মীয় বা মানবাধিকার ব্যাপার নয়, তা চীনের সার্বভৌমত্ব ও ভূখন্ডের অখন্ডতা সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ নীতিগত সমস্যা। চীন আশা করে ইউরোপ পার্লামেন্ট নিরপেক্ষ অবস্থানে থেকে চীন-ইউরোপের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করবে। (ইয়াং ওয়েই মিং)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China