v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
চীনের রাষ্ট্রীয় পরিষদ 'লাসা শহরের সাধারণ নকশা' এর জবাব দিয়েছে
2009-03-14 20:27:55
    চীনের রাষ্ট্রীয় পরিষদ ১২ মার্চ তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের গণ সরকারের দাখিল করা সংশোধিত '২০০৯ থেকে ২০২০ সাল পর্যন্ত লাসা শহরের সাধারণ নকশা' মৌলিকভাবে সম্মত করার জবাব দিয়েছে।

    রাষ্ট্রীয় পরিষদের জবাবে বলা হয়েছে, লাসা শহর হচ্ছে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী। ধাপে ধাপে লাসাকে সমৃদ্ধ অর্থনীতি, সুষম সমাজ ও সুষ্ঠু প্রকৃতি, স্পষ্ট ঐতিহাসিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও গভীর জাতিগত দৃশ্য সম্পন্ন আধুনিক শহর হিসেবে প্রতিষ্ঠিত হবে।

    জবাবে নির্দেশ দেয়া হয়েছে, 'লাসা শহরের সাধারণ নকশা'-এ নির্ধারিত ১৪৮০ বর্গকিলোমিটার শহরাঞ্চল ও গ্রামাঞ্চলকে ঐক্যবদ্ধ পরিকল্পনা ও নিয়ন্ত্রণ করা হবে। ২০২০ সাল পর্যন্ত কেন্দ্রীয় শহরাঞ্চলের জনসংখ্যা ৪ লাখ ৫০ হাজারের মধ্যে নিয়ন্ত্রিত হবে।

    জবাবে আরো নির্দেশ দেয়া হয়েছে, আইনানুসারে প্রয়োজনীয় ধর্মীয় স্থান রক্ষা করতে হবে এবং ধর্মাবলম্বী জনসাধারণের ধর্মীয় জীবনের চাহিদা মেটাতে হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China