লাসায় অনুষ্ঠিত তিব্বতের শিক্ষা কাজ সম্পর্কিত সম্মেলন সূত্রে জানা গেছে, পরিকল্পনা অনুযায়ী চলতি বছরের মধ্যে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে মোট ৩৭ হাজার লোকের নিরক্ষরতা দূরীকরণের কাজ শেষ হবে। ফলে তিব্বতের নিরক্ষরতার হার ২ শতাংশের নিচে নেমে আসবে। বার্তা সংস্থা সিনহুয়া ৮ই মার্চ এ খবর জানিয়েছে।
স্থানীয় শিক্ষা বিভাগের পরিসংখ্যান অনুযায়ী ২০০৮ সালে তিব্বতের অধিবাসীদের নিরক্ষরতার হার পাঁচ বছর আগের ৩০.৯ শতাংশ থেকে ২.৪ শতাংশে নেমে এসেছে।
বর্তমানে সারা অঞ্চলে ছ'বছরব্যাপী বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা গ্রহণকারীদের হার শতভাগ এবং নয় বছরব্যাপী বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থা গ্রহণকারীদের হার ৯৬ শতাংশে দাঁড়িয়েছে। (লিলি)
|