v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
বাস্তব আচরণের সঙ্গে দালাই এবং দালাই গোষ্ঠীর বক্তব্য পুরোপুরি অসঙ্গতিপূর্ণ
2009-03-07 19:03:28
তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের চেয়ারম্যান ছিয়াংবা পানকোগ ৬ মার্চ দেশী-বিদেশী তথ্য মাধ্যমকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন, বিদেশে দালাইয়ের বক্তব্য সম্পর্কে সবাইকে সতর্ক থাকা উচিত্। তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার বহুবার দালাইয়ের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নিজ উদ্যোগে দালাই এবং দালাই গোষ্ঠীর বক্তব্য ও তার পিছনের বাস্তবতাকে অনুধাবন করেছে। তিনি বলেন,

দালাই বৃহত্তম তিব্বত অঞ্চল নির্মাণ এবং উচ্চপর্যায়ের স্বয়ত্বশাসনের দাবী উত্থাপন করেছে। এটা হচ্ছে এক ধরণের পরোক্ষ স্বাধীনতার শামীল। তিব্বতের স্বাধীনতার কোন ঐতিহাসিক ভিত্তি নেই। এ ক্ষেত্রে জনগণের কোন প্রতিক্রিয়াও নেই।

দালাইয়ের উচ্চপর্যায়ের স্বাধীনতা প্রসঙ্গে ছিয়াংবা পানকোগ বলেন, চীন গণ প্রজাতন্ত্রের সংবিধানে স্পষ্টভাবেই উল্লেখ রয়েছে, তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল চীনের একটি অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে তিব্বতের জনগণ উচ্চপর্যায়ের স্বায়ত্তশাসন ভোগ করছেন। (লিলি)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China