v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিব্বতের প্রাকৃতিক সম্পদ
2009-03-04 15:23:14
    তিব্বতের আয়তন প্রায় বারো লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার ।তিব্বত প্রাকৃতিক সম্পদে অত্যন্ত সমৃদ্ধ ।

    তিব্বতের বিশাল আদিম বনাঞ্চল অফুরন্ত বনজ সম্পদে পরিপূর্ণ । তিব্বতের বনাঞ্চলের আয়তন একাত্তর লাখ সত্তর হাজার হেক্টর ।

ড্রাগন স্প্রুস গাছ , চীনা হেমলক গাছ আর ফার গাছ নিয়ে তিব্বতের সরলবর্গীয় বৃক্ষ – বলয় বিস্তৃত রয়েছে সারা তিব্বতে এবং তার আয়তন তিব্বতের বনাঞ্চলের আয়তনের প্রায় অর্ধেক । তা ছাড়া, তিব্বত চীনের পাঁচটি প্রধান চারণ ভূমির অন্যতম ।

ছোটবড় তার যাবতীয় তৃণভূমির আয়তন আট কোটি বিশ লাখ হেক্টরের কাছাকাছি ।

  

  তিব্বত খনিজ সম্পদেও সমৃদ্ধ । ইতিমধ্যে যে একশোরও বেশী রকম খনিজ সম্পদের সন্ধান পাওয়া গেছে , সেগুলের মধ্যে ক্রোমিয়ামের পরিমান সারা চীনে প্রথম স্থান অধিকার করেছে ।প্রাথমিক জরীপের তথ্য অনুযায়ী, তিব্বতের খনিজ সম্পদের সম্ভাব্য মূল্য ছ'শো পঞ্চাশ কোটি ইউয়ানে দাঁড়াবে । তাছাড়া ,তিব্বতের জলসম্পদ, ভূগর্ভস্থ তাপ ও সৌরশক্তিও অফুরন্ত ।

একটি পরিসংখ্যান অনুসারে , তিব্বতের মজুদ জল শক্তি হচ্ছে বিশ কোটি কিলোওয়াট বিদ্যুত এবং তাও চীনে প্রথম স্থান অধিকার করেছে। তিব্বতের ভূগর্ভস্থ জল বেশ গরম । ইয়াংপাজিনে ভূগর্ভস্থ তাপ দিয়ে বিদ্যুত উত্পাদিত হয়েছে বছরখানেক আগে ।

এখন ইয়াংপাজিন তিব্বতের একটি খ্যাতনামা দর্শনীয় স্থানে পরিণত হয়েছে ।তিব্বতের বেশীর ভাগ জায়গায় দিনে গড় সুর্য্যালোকের সময় ন'ঘন্টা । অসংখ্য কৃষক পরিবারের রান্নাবান্নায় সৌরশক্তি ব্যবহার করা হচ্ছে ।

   

তিব্বত বনজ প্রাণী ও উদ্ভিদর রাজ্য বলে পরিচিত। সেখানকার এমন অত্যন্ত মূল্যবান জৈব সম্পদ আছে যা অন্য কোথাও পাওয়া যায় না ।

তিব্বতের একশো পঁচিশ ধরনের বিরল প্রাণী জাতীয় পর্যায়ে সংরক্ষিত । বন্য গাধা এবং বন্য চমরী গাই সহ পঁয়তাল্লিশ ধরনের বিরল প্রাণী শুধু তিব্বতেই দেখতে পাওয়া যায় ।

    (পাই খাই ইউয়ান)

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China