v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিববতের জলবায়ু
2009-03-04 14:13:49
   

তিববত স্বায়ত শাসিত অঞ্চল ছিনহাই- তিব্বত মালভূমিতে অবস্থিত ।ছিনহাই- তিব্বত মালভূমি পৃথিবীর ছাদ বলে পরিচিত । সমুদ্র পৃষ্ঠ থেকে ছিনহাই- তিববত মালভূমির গড় উচ্চতা চার হাজার মিটারেরও বেশী । তিব্বত মালভূমির রকমারি ভূ-গঠন ও ভূ-প্রকৃতির কারণে তিববতের জলবায়ু জটিল আর বিচিত্র ।

    উত্তর-পশ্চিম তিব্বতে প্রচণ্ড শীত পড়ে । কিন্তু দক্ষিণ-পূর্ব তিববতের জলবায়ু উষ্ণ আর আর্দ্র । গ্রীষ্মপ্রধান নাতিশীতোঞ্চ অঞ্চল, নাতিশীতোঞ্চ অঞ্চল , শীত প্রধান নাতিশীতোঞ্চ অঞ্চল এবং শীতল অঞ্চল দক্ষিণ-পূর্ব দিক থেকে উত্তর-পশ্চিম দিকে বিস্তৃত। দক্ষিণ-পূর্ব তিব্বতের আবহাওয়া বেশ গরম , গড় তাপমাত্রা আট ডিগ্রি সেলসিয়াস। কিন্তু উত্তর তিব্বতের গড় তাপমাত্রা শূন্য ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি । মধ্য তিববতে অবস্থিত রাজধানী লাসা শহরে শীতকালে হাড় কাপানো শীত পড়ে না এবং গ্রীষ্মকালে কাঠ ফাটানো গরমও পড়ে না । মোটামুটিভাবে বলা যায় , তিববতে শীতকালে প্রচণ্ড শীত এবং গ্রীষ্মকালে অসহ্য গরম অনুভুত হয় না । বছরে তাপমাত্রার তারতম্য খুব কম । কিন্তু দিনের তাপমাত্রা দ্রুত পরিবতিত হয় । কাজেই কেউ কেউ বলে , তিববতে বছরে চারটা ঋতু তেমন বোঝা না গেলেও দিনে তা অনুভব করা যায় ।

    চীনের অন্যান্য অঞ্চলের তুলনায় তিববতের তাপমাত্রা নিতান্ত কম । তবে সুর্য্ উঠার পর সুর্যকিরণ প্রখর বলে ভূ-পৃষ্ঠ দ্রুত উত্তপ্ত হয় ,তাই শীতকালে বেশ উঞ্চ অনুভুত হয় ।

    দিনে প্রখর সুর্যরশ্মি দীর্ঘসময় থাকে বলে তিববতের হাওয়া যেমন শুষ্ক তেমনই পরিস্কার আর স্বচ্ছ । সারা তিববতে বছরে গড় সুর্য্যালোকের সময় দেড় হাজার থেকে তিন হাজার চার শো ঘন্টা। লাসা শহরে সুর্যালোকের সময় তিন হাজার পাঁচ ঘন্টা, তাই লাসাকে সুর্যরশ্মির শহর বলে অভিহিত হয় ।

    তিব্বতের শীতকাল ও বসন্তকে শুষ্ক ঋতু আর বায়বীয় ঋতু বলে আখ্যায়িত করা হয় । অক্টোবর মাস থেকে পরের বছরের মে মাস পর্যন্ত সারা তিববতে বৃষ্টিপাত অতি অল্প এবং হাওয়া অত্যন্ত শুষ্ক থাকে। তিব্বতে তুষার পড়ে প্রধানত নভেম্বর মাস আর পরের বছরের ফেব্রুয়ারী মাসের মধ্যে । কিন্তু কোনো কোনো স্থান ,যেমন উত্তর পশ্চিম তিববতের আলি অঞ্চল ও পাহাড়ী এলাকায় এপ্রিল ও মে মাসেও তুষারপাত হয় ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China