v চীনের বিশ্ব কোষv চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগ
তিব্বতের চমরী গাইয়ের লালন পালন
2009-03-04 11:23:35
চীনের পাঁচটি প্রধান পশু পালন অঞ্চলের অন্যতম –তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল এ বছর তিব্বতের বৈশিষ্ট্যসম্পন্ন কৃষি ও পশু পালনের কাজে ৫০ কোটি ইউয়ান বরাদ্দ করবে । এ ক্ষেত্রে চমরী গাইয়ের লালন পালন হবে এক গুরুত্বপূর্ণ দিক ।

চীনের বিভিন্ন প্রদেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলের মধ্যে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে সবচেয়ে বেশি সংখ্যক চমরী গাই লালন পালন করা হয় । সমগ্র অঞ্চলে মোট ৪০ লাখেরও বেশি চমরী গাই রয়েছে ।

গত কয়েক বছরে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল চমরী গাইয়ের ওপর বৈজ্ঞানিক গবেষণা জোরদার করে চমরী গাইয়ের পোষণ ও গরুর সংস্কার কাজ চালিয়েছে । ফলে তিব্বত অঞ্চলে চমরী গাই ও গরুর লালন পালন কাজের দ্রুত উন্নতি হয়েছে ।

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ এবং কৃষি ও পশু পালন বিজ্ঞান একাডেমী সূত্রে জানা গেছে , গত কয়েক বছরে তিব্বত অঞ্চলে চমরী গাইয়ের দ্রুত বেড়ে ওঠা এবং সোনালী চমরী গাইয়ের বিজ্ঞান ও প্রযুক্তি প্রকল্প চালু হয়েছে । এসব প্রকল্পের সুবাদে তিব্বতে যেমন চমরী গাইয়ের বেড়ে ওঠার গতি আরো দ্রুততর হয়েছে , তেমনি তিব্বতের চমরী গাইয়ের ভ্রুণের প্রতিস্থাপন সংক্রান্ত প্রযুক্তিও উন্নত আন্তর্জাতিক মানে উন্নীত হয়েছে ।

তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ভাইস চেয়ারম্যা ছিরেন বলেছেন , তিব্বতের বৈশিষ্ট্যসম্পন্ন গবাদি পশু হিসেবে চমরী গাই তিব্বতের পশু পালন এবং কৃষক ও পশু পালকদের জীবনে গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে । তিনি বলেন , তিব্বতের লোকসংখ্যা বৃদ্ধি এবং চমরী গাইসহ নানা ধরণের গবাদি পশু লালন পালনের সংখ্যা বাড়ার সংগে সংগে এখানকার তৃণভূমি বিলুপ্তির পথে রয়েছে । সুতরাং যত তাড়াতাড়ি সম্ভব চমরী গাইকে বড় করে তোলা ছাড়া তিব্বতের পশু পালনের টেকসই ও সুষ্ঠু উন্নয়নের বিকল্প নেই । তিব্বতের কৃষক ও পশু পালকদের আয় বাড়ানো এবং তাদের জীবনযাত্রার মানোন্নয়নের ক্ষেত্রেও এটি একটি গুরুত্বপূর্ণ দিক ।

চমরী গাইয়ের লালন পালননের পাশাপাশি তিব্বত কৃষি এলাকাগুলোতে গরু সংস্কারের কাজও জোরদার হয়েছে । বিভিন্ন শহর ও উপকন্ঠে গাভী লালন পালনের কাজের দ্রুত উন্নতি হয়েছে । অনেক কৃষক গাভী লালন পালন করে নিজেদের অর্থনৈতিক অবস্থার উন্নতি করতে সক্ষম হয়েছেন ।

চীনের একাদশ পাঁচশালা পরিকল্পনার সময়পর্বে তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চল কৃষি প্রধান এলাকাগুলোতে ২ লাখ গাভী সংস্কারের পরিকল্পনা হাতে নিয়েছে । এ পরিকল্পনা বাস্তবায়িত হলে ২ বিলিয়ন ইউয়ানের উত্পাদন মূল্য বৃদ্ধি সম্ভব হবে । আমাদের সংবাদদাতা তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের রাজধানী লাসা ও চে তাং নগরে দেখতে পেয়েছেন যে , শরহবাসী ও নগরবাসীদের বিরাট চাহিদার কথা বিবেচনা করে গাভী লালন পালনকে নিজেদের পেশা হিসেবে বেছে নিয়েছেন ।

গাভী পালক কেসাংপিংছোও বলেছেন , গত শতাব্দির সত্তরের দশকে আমাদের এখানকার একটি গাভী একদিন মাত্র দেড় কিলোগ্রাম দুধ দিতে পারতো । কিন্তু এখন একটি সংস্কারকৃত গাভী একদিন ১৫ কিলোগ্রাম দুধ দিতে পারে । অতীতে তিনি কেবল গম চাষ করতেন । এখন তিনি তার জমিদে আরো অর্থকরী শাকসব্জির চাষ করার পাশাপাশি ৭টি গাভীও লালন পালন করছেন ।

তিব্বতের নাছুই বিভাগের কমিশনার থান ইয়ুং সৌ বলেছেন , এখন অনেক শিল্পপ্রতিষ্ঠান তিব্বতের চমরী গাইয়ের লালন পালনের ওপর নজর দিয়েছে । এখন আমরা ই লি গোষ্ঠীর সংগে সহযোগিতা চুক্তি স্বাক্ষর করেছি ।

ছিংহাই-তিব্বত রেলপথ চালু হওয়ার সংগে সংগে বিশেষ করে এ রেলপথের নাছুই পণ্য বিনিময় কেন্দ্র নির্মাণের সংগে সংগে চীনের অধিক সংখ্যক শিল্পপ্রতিষ্ঠান তিববতের চমরী গাই লালন পালনের ওপর আগ্রহশীল হয়ে ওঠে ।

  • সাক্ষাত্কার
  • সর্বশেষ সংবাদ
  • অন-লাইন জরীপ
     
    © China Radio International.CRI. All Rights Reserved.
    16A Shijingshan Road, Beijing, China