আগস্টে চীনের সিপিআই ০.৬ শতাংশ বৃদ্ধি
2024-09-09 16:47:23

সেপ্টেম্বর ৯: আগস্ট মাসে জাতীয় ভোক্তা মূল্যসূচক (সিপিআই) গত বছরের অনুরূপ সময়ের চেয়ে ০.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা আগের মাসের তুলনায় ০.৪ শতাংশ বেশি। চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো আজ (সোমবার) এ তথ্য জানায়

আগস্ট মাসে উচ্চ তাপমাত্রা এবং বৃষ্টি-প্রবণ আবহাওয়াসহ নানা কারণে জাতীয় সিপিআই আগের মাসের তুলনায় ঋতুগতভাবে বেড়েছে এবং গত বছরের অনুরূপ সময়ের তুলনায় বৃদ্ধির হারও অব্যাহত রয়েছে।

(লিলি/হাশিম/তুহিনা)