হাইনানের ত্রাণ-তহবিল ১১৮ কোটি ইউয়ান ছাড়িয়েছে
2024-09-09 18:21:12

সেপ্টেম্বর ৯: চীনের হাইনানে দুর্যোগপরবর্তী ত্রাণ-তত্পরতা ও পুনর্গঠনকাজের জন্য গঠিত তহবিল ১১৮ কোটি ইউয়ান ছাড়িয়ে গেছে। গতকাল (রোববার) সন্ধ্যায় হাইনানের টাইফুন ‘মকর’ মোকাবিলা কার্যালয়ের এক সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানানো হয়।

হাইনান প্রাদেশিক অর্থ বিভাগের উপ-পরিচালক ছাও শু ইয়ু বলেন, বর্তমানে তহবিলে অর্থের পরিমাণ ১১৮ কোটি ৫০ লাখ ইউয়ানে পৌঁছেছে। এর মধ্যে, কেন্দ্রীয় সরকার বরাদ্দ দিয়েছে ৮ কোটি ৫০ লাখ ইউয়ান; চীনের সংস্কার ও উন্মুক্তকরণ কমিশনের বরাদ্দ ১০ কোটি ইউয়ান; এবং স্থানীয় পর্যায়ে সংগ্রহ করা অর্থের পরিমাণ ১০০ কোটি ইউয়ান।

হাইনান প্রদেশের কৃষি ও গ্রামবিষয়ক বিভাগের উপ-পরিচালক মা ইয়ু হোং বলেন, মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত বিভিন্ন শহর ও কাউন্টিতে দুর্যোগ-পরবর্তী পুনর্গঠনকাজ পরিচালনার জন্য সংস্থাটি ইতোমধ্যেই রোপণ, পশুপালন, জলজ পণ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সাতটি বিশেষজ্ঞ দল গঠন করেছে।

প্রাদেশিক শিক্ষা বিভাগের উপ-পরিচালক চেন চেন হুয়া বলেন, এখন পর্যন্ত, প্রদেশের ১০৩০টি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, ১৪টি কলেজ ও বিশ্ববিদ্যালয়, এবং ১৭টি কারিগরি স্কুলে পানি ও বিদ্যুতের সংযোগ পুনরুদ্ধার করা হয়েছে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রদেশটির ৮০ শতাংশ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস নেওয়া শুরু হয়েছে বলেও তিনি জানান। (রুবি/আলিম/সুবর্ণা)